উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ জুন সোমবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী এদিন ভোর থেকেই আলিপুরদুয়া ও কোচবিহার জেলায় ঝোড়ো হাওয়া এহং হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার চতেমন কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে ঝড় হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
দক্ষিণবঙ্গে ঝড় হলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। অনুকূল পরিবেশ না থাকায় সামনের তিন থেকে চার দিন মৌসুমী বায়ু প্রবেশেরই কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে সাধারণভাবে মৌসুমী বায়ু প্রবেশ সময় হল ১১ থেকে ১৪ জুনের মধ্যে। তবে এবার সেই তারিখের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশে সম্ভাবনা নেই। এমন কী দক্ষিণবঙ্গে বর্ষা আসতে সামনের সপ্তাহ হয়ে যেতে পারে বলেও মনে করছে আবহাওয়া বিশ্লেষকরা।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ
আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেধলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৫%।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪.৪)
বহরমপুর (২৬)
বাঁকুড়া (২২.৬)
বর্ধমান (২৪)
কোচবিহার (২৫)
দার্জিলিং (১৫)
দিঘা (২৩.৮)
কলকাতা (২৪.৭)
দমদম (২৪.৭)
কৃষ্ণনগর (২৬.৬)
মালদহ (২৫.১)
মেদিনীপুর (২৩.৫)
শিলিগুড়ি (২৫.২)
শ্রীনিকেতন (২৪.৬)