Weather Update: অবশেষে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে! উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রা বেশ কিছুটা কম। তবে এদিন দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা (monsoon) নিয়ে আবহাওয়া দফতরের আশ্বাসবাণী মিলেছে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস আগামী ৫ দিনের মধ্যে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায়। তবে বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গে অস্বস্তি সূচক আবহাওয়ার কতটা পরিবর্তন হবে তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, ১২ জুন রবিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ জুন সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিন দিন দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে।

দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ জুন সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গেও আগামী তিন দিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। ১৪ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।

আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গে বর্ষা শুরুর অনুকূল পরিস্থিতি

সাধারণভাবে দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১০ থেকে ১৪ জুনের মধ্যে। তবে এবার এই সময়ের মধ্যে বর্ষার দেখা পাওয়া না গেলেও, তা পেতে দিন দুয়েক বেশি সময় লাগতে পারে। আগামী বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছুটা অংশে বর্ষা ঢুকবে। উত্তরবঙ্গে শিলিগুড়িতে অবস্থান করছে মৌসুমী বায়ু। আগামী দিন দুয়েকের মধ্যে তা উত্তরবঙ্গের সবকটি জেলায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা। তবে সেই সময় শুধু দক্ষিণবঙ্গেই নয় সংলগ্ন ঝাড়খণ্ড, বিহার, ওড়িশাতেও বর্ষার আগমন হতে চলেছে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় আপাতত মেঘলা আকাশের সম্ভাবনা। সঙ্গে কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.২)
বহরমপুর ( ৩৫)
বাঁকুড়া (৩৫.৪)
বর্ধমান (৩৫)
কোচবিহার (২৮.৯)
দার্জিলিং ( ১৯)
দিঘা (৩৩.৬)
কলকাতা (৩৪)
দমদম (৩৪)
কৃষ্ণনগর (৩৬.৪)
মালদহ (৩৪.৫)
মেদিনীপুর ( ৩৫.১)
শিলিগুড়ি (২৯.৫)
শ্রীনিকেতন ( ৩৬.৪)

সত্যকে লুকোতে চাইছেন, বাঘের পিঠে ওঠা মমতা! রবিবার হাওড়া গ্রামীণে বিজেপির অফিসে যাওয়ার চ্যালেঞ্জ শুভেন্দুরসত্যকে লুকোতে চাইছেন, বাঘের পিঠে ওঠা মমতা! রবিবার হাওড়া গ্রামীণে বিজেপির অফিসে যাওয়ার চ্যালেঞ্জ শুভেন্দুর

More WEATHER News  

Read more about:
English summary
Weather office predicts within next 5 days monsoon will enter South Bengal and rain likely to be increased on North Bengal.
Story first published: Saturday, June 11, 2022, 17:47 [IST]