নূপুর শর্মা বিতর্কের মাঝেই, এবার ইসলামিক স্কলারদের টিভি বিতর্কে অংশ না নেওয়ার আবেদন মুসলিম সংগঠনের

ইসলাম ধর্মের নবী মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের কারণে দেশে ও বিদেশে বিক্ষোভ শুরু হয়েছে৷ বিক্ষোভ দেখাতে গিয়ে দেশে একাধিক জায়গাতে রাস্তায় নেমে তান্ডব দেখাচ্ছে উন্মত্ত জনতা৷ এই ইস্যুতে এবার নতুন একটি বার্তা দিল মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়ত-উলামা-ই-হিন্দ। দুটি সংগঠনের পক্ষ থেকেই জানানো হয়েছে যে এরপর থেকে আার কোনও রকম রাজনৈতিক বা ধর্মীয় টিভি ডিবেটে যেন অংশগ্রহণ না করেন ইসমাল ধর্মের স্কলাররা৷

বিতর্কের সূত্রপাত কোথায়?

সম্প্রতি একটি টিভি ডিবেটে জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে বক্তব্য রাখার সময় বিজোপি মুখপাত্র (তখন ছিলেন, এখন বিজেপি থেকে বহিষ্কৃত) নূপুর শর্মা তাঁর প্রতিপক্ষ মুসলিম ব্যক্তির শিব নিয়ে করা বক্তব্যের বিরোধিতা করে প্রফেট মহম্মদকে নিয়ে কিছু কথা বলেন৷ সেই ভিডিও ক্লিপটি অতি দ্রুত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে৷ এবং মুসলিমদের একটি বড় অংশ দাবি করেন নূপুর শর্মা তাদের ধর্মের নবীকে অপমান করেছেন তাই তাঁকে গ্রেফতার করতে হবে৷ অনেক জায়গাতে নূপুর শর্মার ফাঁসিরও দাবি ওঠে৷

কী বলছে অল ইন্ডিয়া মুসলিম পারসনাল ল বোর্ড?

সারা ভারতে মুসলিমদের বিভিন্ন বিষয় নিয়ে আদেশ অনুরোধ করে থাকে দেশে মুসলিমদের মধ্যে প্রভাবশালর সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পারসনাল ল বোর্ড৷ সম্প্রতি এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, 'দেশের টিভি ডিবেটগুলির এজেন্ডাই হল বিভিন্ন ইস্যু ও বিতর্কের মাধ্যমে নবী মহম্মদকে অপমান করা। আমাদের মুসলিম স্কলাররা এই ফাঁদে পা দেন৷ তাই তাদের অনুরোধ করা হচ্ছে যে কোনওভাবেই তারা যেন এসব টিভি বিতর্কে অংশ না নেন।'

কী বলছে জমিয়ত-উলামা-ই-হিন্দ?

ভারতের মুসলিমদের মধ্যে জনপ্রিয় সংগঠন জমিয়ত-উলামা-ই-হিন্দের সেক্রেটারি মৌলানা নিয়াজ ফারুখি বলেছেন, আমরা ইসলামি স্কলারদের নিষেধ করছি টিভি ডিবেটে অংশ নিতে। কারণ এবার জিনিসগুলি খারাপ দিকে যাচ্ছে৷ অনেক সময় অনেক টিভি চ্যানেল এমন একজনকে মৌলানা বলে টিভিতে বসান যিনি ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিয়ে জটিলতা বাড়ান৷ '

More ISLAM News  

Read more about:
English summary
Muslim organasation appealed to Islamic scholars not to take part in the TV debate
Story first published: Saturday, June 11, 2022, 16:26 [IST]