কী বলছে WHO-র বিজ্ঞানী সৌম্যা?
ডাব্লুএইচও প্রধান বিজ্ঞানী ডাঃ সৌম্যা স্বামীনাথন বলেছেন যে, এখনই আরও ছোট কোভিড তরঙ্গের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএ.৪ এবং বিএ.৫ এবং ওমিক্রনের সাব-ভেরিয়েন্টগুলি দেশের বিভিন্ন অঞ্চলে তাদের উপস্থিতি জানান দিয়েছে৷ সম্প্রতি আবার দেশে প্রতিদিন কোভিডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ ডাঃ সৌম্য বলেছেন এটি একটি ছোটো কোভিড তরঙ্গের সূচনা হতে পারে। নতুন করোবা সাব-ভ্যারিয়েন্টগুলি মূল ওমিক্রণ সাবভ্যারিয়েন্ট বিএ.১ এর চেয়ে বেশি সংক্রমণযোগ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করার ক্ষমতা রাখে৷
ছ'মাস ছাড়ায় একটি করে করোনার মিনি ওয়েভ আসতে পারে!
হু'র বিজ্ঞানী এরকমটাও আশঙ্কা প্রকাশ করেছেন এমন সম্ভাবনা রয়েছে আগামী কয়েকবছর প্রতি চার-ছয় মাস বা তার পরে একটি করে করোনা মিনি তরঙ্গ হতে পারে। তাই, সমস্ত কোভিড-উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থাগুলি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ ছাড়াও করোনার সংক্রমণ ঠেকাতে বিকল্প পদ্ধতির কথাও ভাবতে হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ডঃ সৌম্য। তিনি আরও যোগ করেছেন যে বর্তমানে বাড়িভিত্তিক স্ব-পরীক্ষার কারণে সারা দেশে করোনার সংক্রমণ সংখ্যা নিম্নমুখী দেখাতে পারে! তবে আমাদের হাসপাতালে ভর্তির উপর নজর রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ৬০ বছর বা তার বেশি বয়সী দুর্বল গোষ্ঠী যেন তাদের বুস্টার ডোজ ভ্যাকসিন নিয়ে থাকেন৷
বাড়ছে করোনা, মাস্ক বাধ্যতামূলক বিমানে!
প্রসঙ্গত, মহারাষ্ট্রে অতি দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। সম্প্রতি করোনার দৈনিক সংক্রমণ ২০০০ ছাড়িয়েছে৷ যা ফেব্রুয়ারির পর থেকে অনেকটাই নিম্নমুখী ছিল৷ করোনার উর্ধ্বমুখী সংক্রমণের কথা মাথায় রেখে দেশের বিমান পরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা ইতিমধ্যেই বিমানবন্দর ও বিমানে মাস্ক বাধ্যতামূলক করেছে এবং তারা জানিয়েছে এই নিয়ম না মানতে কড়া ব্যবস্থাও নেওয়া হবে৷ মাস্ক বাধ্যতামূলক হয়েছে রাজধানী শহর দিল্লিতেও৷