শুরু হয়ে গিয়েছে রাজ্যসভার ভোটগ্রহন। তারইমধ্যে রাজস্থানে শুরু হয়ে গিয়েছে টানাপোড়েন। ঘোড়াকেনাবেচার আশঙ্কায় রাজস্থানের আমেরে ১২ ঘণ্টা বন্ধ থাকল ইন্টারনেট পরিষেবা। রাজস্থানের জয়পুরের আমেরের কাছে লীলা প্যালেসে রাখা হয়েছে কংগ্রেসের বিধায়কদের।