UEFA Nations League: রোনাল্ডো গোল না পেলেও জিতল পর্তুগাল, চিন্তা বাড়িয়ে জিতল স্পেন

নেশনস লিগে জয়ের ছন্দ বজায় রাখলো পর্তুগাল। চেক প্রজাতন্ত্রকে ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত করল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল। তবে, এই ম্যাচে গোল পাননি সিআর ৭।

পর্তুগালের হয়ে এই ম্যাচের গোল দু'টি করেন জোয়াও ক্যান্সেলো এবং গঞ্জালো গুইদেস। ম্যাচের ৩৩ মিনিটে বার্নাডো সিলভার পাস থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে ফুল ব্যাক জোয়াও ক্যান্সেলো। পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি পায় পর্তুগাল। এই গোলটির পাসও বাড়ান বার্নাডো সিলভা। ম্যানচেস্টার সিটি'র ফরওয়ার্ডের বাড়ানো ঠিকানা লেখা পাস থেকে গোল করতে ভুল করেননি তিনি।

প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে মাঠ ছাড়লেও দ্বিতীয়ার্ধে খুব একটা ভাল পারফর্ম করতে পারেনি ফার্নান্দো স্যান্তোসের ছেলেরা। একটি গোলও এই অর্ধে পায়নি পর্তুগিজ দলটি। পুরো ৯০ মিনিট খেললেও অফ কালার দেখিয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। গোল লক্ষ্য করে দু'টি শট নিলেও তাতে কোনও ঝাঁঝ ছিল না। অন্য দিকে, শেষ দুই ম্যাচে চেক প্রজাতন্ত্রের হয়ে গোল পাওয়া জান কুচতাকে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামাননি চেক প্রজাতন্ত্রের কোচ জারোস্লাভ সিলহাভি।

এ দিন অপর খেলায় সুইৎজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল স্পেন। এই ম্যাচে শেষ পর্যন্ত জয়ের দেখা পায় স্পেন। প্রথম দুই ম্যাচ ড্র করার পর অবশেষে জয়ের মুখ দেখলো লুইস এনরিকের ছেলেরা। এই ম্যাচের ফল স্পেনের পক্ষে ১-০। ম্যাচের একমাত্র গোলটি করেন পাবলো সারাবিয়া। মার্কোস লরেন্তের পাস থেকে ১৩ মিনিটের মাথায় এই গোলটি করেন সারাবিয়া।

তবে, স্পেনের জন্য উল্লেখযোগ্য চিন্তার বিষয় হল গোটা ম্যাচে আর কোনও গোলের সন্ধান তারা পায়নি। আলভারো মোরাতা বা ফেরান টোরেস দলে থাকলেও তাতে কোনও লাভ হয়নি। বরং একটি বড় সুযোগ যদি সুইৎজারল্যান্ড মিস না করতো তা হলে তৃতীয় ম্যাচটাও ড্র করেই সন্তুষ্ট থাকতে হতো স্পেনকে।

More UEFA News  

Read more about:
English summary
Portugal and Spain beat their respective opponents in UEFA Nations League matches. Spain get their first win in this edition of nations league.
Story first published: Friday, June 10, 2022, 16:39 [IST]