HS Exam 2023: ১৪ মার্চ উচ্চ মাধ্যমিকে প্রথম ভাষার পরীক্ষা! এরপর কবে কী পরীক্ষা

পুরো সিলেবাসে আগামী বছর অর্থাৎ ২০২৩-এর পরীক্ষা হতে চলেছে। আজ শুক্রবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়। সকাল ১১টার সময়ে সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করেন সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। একই সঙ্গে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনও ঘোষণা করা হয়।

তবে এই বছরের তুলনায় আগামী বছর অনেকটাই এগিয়ে নিয়ে আসা হয়েছে পরীক্ষার দিন। এই বছর ২ রা এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু আগামী বছর পরীক্ষা শুরু হবে মার্চমাসে।

২০২৩ সালের উচ্চমাধ্যমিকের সূচিও ঘোষণা

ফল ঘোষণা করার পাশাপাশি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের সূচিও ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ। প্রায় ১৩ দিন ধরে পরীক্ষা চলবে। তবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে একেবারে পুরানো পদ্ধতিতেই ফিরে যাওয়ার কথা বলেছেন সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। দিন ঘোষণা হওয়ার পরেই কবে কি পরীক্ষা সে বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।

কবে কি পরীক্ষা?

১৪ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম দিন প্রথম ভাষা (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি) র পরীক্ষা হবে। এরপর ১৬ মার্চ পরীক্ষা হবে। পরীক্ষা হবে দ্বিতীয় ভাষা এবং অল্টারনেটিভ ইংরেজি'র। ১৭ মার্চ হবে বৃত্তিমূলক শিক্ষার। ১৮ মার্চ হবে জীব বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা হবে। ২০ মার্চ অর্থাৎ সোমবার অঙ্ক, মনো বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, ইতিহাসের পরীক্ষা হবে। ২১ মার্চ হবে কম্পিউটার সায়েন্স। মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, স্বাস্থ্য এবং শারির বিদ্যার পরীক্ষাও সেদিন। ২২ মার্চ হবে সমাজ বিজ্ঞান, দর্শনের পরীক্ষা। ২৩ মার্চ হবে পদার্থ বিজ্ঞান, পুষ্টি বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, হিসাব শাস্ত্র। ২৪ মার্চ হবে অর্থনীতি। ২৫ মার্চ রসায়ন, সাংবাদিকতা, সংস্কৃতের পরীক্ষা হবে। ২৭ মার্চ হবে সংখ্যাতত্ব, ভুগোল, সহ আরও কয়েকটি বিষয়ের পরীক্ষা আছে।

পুরানো পদ্ধতিতে ফিরছে উচ্চ মাধ্যমিক-

সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্যের ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালে'র পরীক্ষা পুরো সিলেবাসেই হবে। শুধু তাই নয়, আগামী বছর আর হোম ভ্যানুতে পরীক্ষা নেওয়া হবে না। পুরানো পদ্ধতিতেই বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। বলে রাখা প্রয়োজন, এই বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক পরিবর্তন করা হয়। যেমন পরীক্ষার্থীরা নিজের স্কুলে বসেই পরীক্ষা দিয়েছেন। সিলেবাসের বোঝাও কম ছিল। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে পরিবর্তন হবে।

More RESULT News  

Read more about:
English summary
Higher secondary exam 2023: know the exam routine details in Bengali