ফ্রি ওয়াইফাইয়ের সুযোগ, এই রেল স্টেশন হয়ে উঠেছে প্রাপ্তবয়স্ক ভিডিও ডাউনলোডের হাব

রেলস্টেশন নাকি প্রাপ্তবয়স্ক ভিডিও জোগাড়ের আঁতুড়ঘর? হ্যাঁ ঠিকই শুনছেন। ব্যবহারযোগ্য জিনিসকে মানুষই অপব্যবহার করছে! দেশের বহু রেলস্টেশনেই এখন বিনামূল্যে WIFI পরিষেবা চালু হয়েছে। তা আমাদের সকালের জানা। মূলত ট্রেনের বর্তমান স্ট্যাটাস, অনলাইনে টিকিট বুকিং-সহ নানান যাত্রী পরিষেবা দেওয়ার জন্য বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবার ব্যবস্থা চালু করেছে রেলের তরফে। কিন্তু এতে নাকি সুবিধার থেকে অসুবিধা বেশী হয়েছে। এমনই ঘটনা ঘটেছে তেলঙ্গানার সেকেন্দ্রাবাদ রেলস্টেশনে। এই খবরটি জানা গিয়েছে, RailTel সূত্রে।


শুধু কিন্তু এই তালিকায় সেকেন্দ্রাবাদ নেই। নাম আছে হায়দরাবাদ, বিজয়ওয়াড়া ও তিরুপতিরও। রেলের সূত্র মারফত জানা গিয়েছে, ৩৫ শতাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফ্রিতে ওয়াই-ফাই পেয়েই প্রাপ্তবয়স্ক ভিডিও ডাউনলোড করছেন অনেকেই, যাত্রী ছাড়াও অন্যান্যরা। জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদ রেলস্টেশনে সব থেকে বেশী প্রাপ্তবয়স্ক ভিডিও ডাউনলোড করা হচ্ছে। প্রায় প্রত্যেকদিন এই ইন্টারনেটের ব্যবহার ১.২ মিলিয়নের বেশী মানুষ ব্যবহার করেন।

অনেকের মতে, করোনা ভাইরাসের দাপট কমতেই ফ্রি ওয়াই-ফাই নিয়ে কোথাও কোনও নজরদারি সেভাবে নেই। প্রকৃত রেল যাত্রীরা এই ওয়াই ফাইয়ের সুবিধা সঠিকভাবে নিচ্ছেন কি না, সেটাও কিন্তু এখন বোঝা যাচ্ছে না। আবার অনেকে জানাচ্ছেন, হয়তো যাত্রী ছাড়াও অন্য কেউ এটি ব্যবহার করতে পারেন। তবে এই ঘটনার জন্য রেল তরফে জানাচ্ছে, এই ওয়াই ফাইয়ের যাতে কেউ অপব্যবহার করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখা হবে।

প্রসঙ্গত, করোনার জেরে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম চলছে। মোবাইলের সঙ্গে দিনরাত কাটাচ্ছেন তারা। ফোনের ব্যবহার আগের তুলনায় বর্তমানে অনেক বেড়েছে। আবার, অপরদিকে স্টেশনে অনেককেই ট্রেনের জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়। সেই সুযোগে ফ্রি ওয়াই-ফাইকে কাজে লাগিয়ে প্রাপ্তবয়স্ক ভিডিও ডাউনলোড করছেন অনেকেই। অনেক রেল যাত্রী কিন্তু স্টেশান থেকে ওয়াই ফাইয়ের সুবিধা গ্রহণ করেন না। তবে, এই অপব্যবহার যাতে বন্ধ করা হয়, সেদিকেই লক্ষ্য রাখা হবে, বলে জানা গিয়েছে।

More PORNOGRAPHY News  

Read more about:
English summary
with free wifi this railway station has become a hub for adult video downloads