নুপুর শর্মা বিতর্কে রীতিমত কোনঠাসা মোদী সরকার! দেশে তো বটেই, বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। একাধিক দেশ এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। আর এরফলে কূটনৈতিক প্রভাব পড়তে পারে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই অবস্থায় দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসেন ইরানের বিদেশমন্ত্রীর।
আর এই বৈঠকের পর ইরান তার পুরনো বক্তব্য থেকে তার অবস্থান পরিবর্তন করেছে। ইরানের আগের বিবৃতিতে দাবি করা হয়েছিল যে তাদের বিদেশমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানকে এনএসএ ডোভাল বলেছিলেন যে যারা নবীকে নিয়ে এই বিতর্কিত বিবৃতি দিয়েছেন তাদের 'কড়া শিক্ষা' দেওয়া হবে। তবে এই মুহূর্তে ইরানের বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে এই বিষয়ে কোনও উল্লেখ নেই।
বলে রাখা প্রয়োজন, ইরানের মন্ত্রী তাঁর টুইটে লিখেছিলেন, '' দুই দেশের দ্বিপাক্ষিক এবং রাজনৈতিক কথাবার্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং অন্যান্য ভারতীয় আধিকারিকদের সঙ্গে দেখা করাটা আনন্দের ছিল। তেহরান এবং নয়াদিল্লি ধর্ম এবং ইসলামিক পবিত্রতাকে (divine religions & Islamic sanctities) সম্মান করার এবং বিভেদমূলক বক্তব্য এড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয়তা পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত।"
বলে রাখা প্রয়োজন, তবে দুই দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকের পর বিদেশমন্ত্রক জানিয়েছে, আলোচনায় নবী বিতর্ককে তোলা হয়নি। কার্যত জোর দিয়েই এই বিষয়ে জানিয়েছে মন্ত্রক। বিদেশমন্ত্রকের তরফে অরিন্দম বাগচী ইরানি রিডআউটের (Iranian readout) প্রতিবেদনের জবাবে তিনি বলেন, ইরানের রিড আউট তুলে নেওয়া হয়েছে।
জানিয়েছেন, বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলোচনার সময় এই বিষয়টি তোলা হয় হয়নি। তবে ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে যে টুইট এবং মন্তব্যগুলি সরকারের মতামতকে কখনই প্রতিফলিত করে না। তবে ঘটনায় যে পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে দেশগুলিকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন অরিন্দম বাগচী।
পিটিআই জানাচ্ছে, ইরানের রিডআউট জানিয়েছে যে হুসেইন আমির আবদুল্লাহিয়ান দেশের বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে বন্ধুত্বের কথাও উল্লেখ করেছেন। ইরানের বিদেশমন্ত্রী ঐশ্বরিক বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভারতের জনগণ ও সরকারের প্রশংসা করেন, বিশেষ করে নবী এবং দেশের বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সহনশীলতা, ঐতিহাসিক সহাবস্থান এবং বন্ধুত্বের কথাও তুলে ধরেন বলে জানা যাচ্ছে।'
বলে রাখা প্রয়োজন, নুপূর শর্মার এই বিতর্কিত মন্তব্যের পর ইরান, কুয়েত, কাতার ও সৌদি আরব সহ একাধিক পশ্চিম এশিয়ার দেশ ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সামিল হয়েছে। ইসলাম ও নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বিজেপি নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দলকে বহিষ্কার করা হয়েছে।