শুক্রবার প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। মাত্র ৪৪ দিনের মাথায় এই ফল প্রকাশিত হয়েছে। এ বছর প্রথম দশে রয়েছে ১৪৪ জন ছাত্র, ১২৮ জন ছাত্রী। উচ্চমাধ্যমিকে সকল সফল পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য ছাত্র এবং শীর্ষস্থান অর্জনকারীদের অভিনন্দন!
আমাদের জেলার ছেলে-মেয়েরা অনুকরণীয় পারফরম্যান্স দেখিয়েছে, অন্যদিকে শহরের শিক্ষার্থীরাও আমাদের গর্বিত করেছে।' এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে।
জলচক নটেশ্বরী বিদ্যায়তনের সায়নদীপ পেয়েছে ৪৯৭ নম্বর। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হুগলি কলেজিয়েট স্কুলের সোহন দাস। উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউটের অভীক দাস, পরিচয় পারি এছাড়াও কলকাতার পাঠভবনের ছাত্র রহিন সেনও তৃতীয় স্থানে রয়েছেন।
জেলার দিক থেকে এ বছরও এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলার অধিকাংশ স্কুলে পাশের হার ৯০ শতাংশ বা তার বেশি। এছাড়াও পাশের নিরিখে এগিয়ে দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। শুক্রবার উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে গিয়ে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা কিছুটা হলেও ঐতিহাসিক কারণ এই বছরে সর্বপ্রথম হোমন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে।
HS Result 2022: মাধ্যমিকে দ্বিতীয়-উচ্চ মাধ্যমিকে তৃতীয়! অভীকের কীর্তি চমকে দেওয়ার মতো
তবে এক্ষেত্রে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন ক্ষেত্রে সমস্যার খবর পাওয়া যায়নি। উচ্চমাধ্যমিকের পরীক্ষার আগের রুটিন সংশোধন হয়েছিল, যার কারণে জটিলতার সৃষ্টি হয়, অবশেষে সব বাধা কাটিয়ে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৮০ শতাংশ। মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী।