বিজেপিকে একেবারে তুলোধোনা মমতা
নবী বিতর্কে বৃহস্পতিবার সকালেই টুইট করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা-নেত্রীদের গ্রেফতারের দাবি জানান তিনি। কিন্তু বাংলায় শান্তি বজায় থাকার পরেও কেন অবরোধের রাজনীতি? তা নিয়ে চরম ক্ষুব্ধ হন মমতা। বলেন, বিদ্বেষ ছড়ানো এবং অশান্তি লাগানোর চেষ্টা হচ্ছে। এমনকি এর পিছনে বিজেপির মদত রয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন প্রশাসনিক প্রশাসন। তাঁর মতে, দিল্লিতে একটা ঘটনা ঘটেছে, আর তারজন্য বাংলাটাকে তছনছ করবে? পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়ার চেষ্টা করা যেত, কিন্তু তা করা হয়নি বলে দাবি। এতে অন্য গন্ডলগল হতে পারে বলে আশঙ্কা নেত্রীর।
বিজেপিকে তীব্র আক্রমণ
নবী বিতর্কে বিজেপিকে কার্যত তুলোধোনা করেন মমতা। অভিযুক্তদের নিরাপত্তা না দিয়ে তিহার জেলে পাঠানোর দাবিও জানান তিনি। পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে কেন্দ্রীয় সরকার। তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। তবে এই বিষয়ে বাংলায় বিক্ষোভরতদের উদ্দেশ্যে বার্তা, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আমাদের সমর্থন থাকবে। এমনকি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কথাও বলেন তিনি। এমনকি পদত্যাগের দাবিতে আন্দোলন করার কথা বলা হয়েছে। এমনকি থানায় থানায় গিয়ে বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ জানানোর কথাও এদিন মমতা বলেন। গ্রেফতারের দাবিতে ডেপুটেশন দেওয়ার কথাও বলেন। পাশাপাশি রাষ্টড়পতিকে চিঠি লেখার কথাও বলেন মমতা।
আমাকে মেরে...।
রাজ্যের প্রশাসনিক প্রধানের মতে, বাংলা শান্তির জায়গা। সেখানে অবরোধ করে কেন মানুষকে বিব্রত করছেন? বাংলায় শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে আমরা চলতে চাই। শুধু তাই নয়, ইমামদের বক্তব্যও মাইকের মাধ্যমে শোনান তিনি। মানুষকে মানবিক হওয়ার বার্তাও শোনা যায়। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই মমতা বলেন, আপনাদের যদি বিজেপির উপর অনেক রাগ থাকে, কিন্তু হাতের সামনে পাচ্ছেন না। কিন্তু আমাকে খুন করলে আপনার খুশি হবেন...। মন্তব্য মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, তিনি রেডি আছেন বলেও দাবি। মমতার মতে, আমি জীবন দিয়ে রাজ্যের সংহতি রক্ষা করি। দেশের একতা রক্ষা করি জীবন দিতে। ফলে সবাইকে শান্তি রাখার বার্তা মমতার।