'প্রশাসনের গালে সপাটে চড় মারতে পেরেছি', সিবিআই তদন্তের নির্দেশে প্রতিক্রিয়া তপন দত্তের স্ত্রীর

১১ বছর পর তপন দত্তের হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত। তাতে খুশি পরিবারের সকলে। তপন দত্তের স্ত্রী জানিয়েছেন এতদিনে প্রশাসনের গালে সপাটে চড় মারতে পেরেছি। প্রসঙ্গত উল্লেখ্য তপন দত্তের খুনের ঘটনায় হাওড়া প্রভাবশালী টিএমসি নেতা অরূপ রায়ের নাম জড়িয়েছিল। পরিবারের অভিযোগ সেকারণেই সিআইডি তদন্ত এগোতে সাহস দেখাচ্ছিল না।

সিবিআই তদন্ত

বালির টিএমসি নেতা তপন দত্তের হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছে। বিচারপতি সিআইডিতে তদন্তের সব নথি সিবিআইয়ের হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছে। এতদিন ঘটনার তদন্তের দায়িত্বে ছিল সিআইডি। ২০১১ সালের ৬ মে খুন হয়েছিলেন বালির জলাভূমি ভরাটের প্রতিবাদী আন্দোলনকারী তপন দত্ত। তারপর থেকে সিআইডি তদন্ত করছিল মামলার।

কী বলছেন তপন দত্তের স্ত্রী

তপন দত্তের স্ত্রী সিবিআই তদন্তের নির্দেশ শোনার পর বলেছেন, এতদিনে প্রশাসনের গালে সপাটে চড় মারতে পেরেছি। প্রসঙ্গত উল্লেখ্য তপন দত্তের খুনের ঘটনায় নাম জড়িয়েছিল হাওড়ার দাপুটে নেতা অরূপ রায়। চার্জশিটে তাঁর নামও ছিল। কিন্তু তারপরে তাঁর নাম বাদ দিয়ে দেয়া হয় তালিকা থেকে। মোট ১৩ জন নেতার নাম ছিল।তাতে অরূপ রায়ের নামও ছিল। কিন্তু প্রভাবশালী হওয়ায় তাঁর নাম বাদ দিেয় দেওয়া হয় তালিকা থেকে।

সুবিচারের আশা

সিবিআই তদন্ত হওয়ায় সুবিচার মিলেবে। এমনই আশা করছেন তপন দত্তের পরিবার। কারণ একটা ভাল জিনিসের প্রতিবাদ করাতেই তাঁক খুন হতে হয়েছিলে। তাতে টিএমসি নেতাদের মদত ছিল বলে অভিযোগ। এবার তাঁরা সুবিচার পাবেন বলে জানিয়েছেন। এবার সিবিআই তদন্ত শুরু হলে পরিবার সুবিচার পাবে বলে আশাবাদী তিনি। সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে মন্ত্রীর নাম বাদ দেয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীদের আইনজীবী।

সুপ্রিম কোর্টেও গড়িয়েছে মামলা

নিম্ন আদালতে প্রথমে মামলা শুরু হয়েছিল। সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। শেষে হাইকোর্টে এসে সিবিআই তদন্তের নির্দেশ পেল পরিবার। এদিকে একর পর এক ঘটনায় সিবিআই তদন্ত শুরু হয়েছে রাজ্যে। সেই বগটুই থেকে শুরু। এসএসসি কাণ্ডের সিবিআই তদন্তে একের পর এক মন্ত্রীদের নাম জড়িয়েছে। তাঁদের জেরা করা হয়েছে। কাজেই সিবিআই তদন্ত নিয়ে জেরবার রাজ্য সরকার।

ফের সিবিআই তদন্ত, ১১ বছর আগের তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় নির্দেশ হাইকোর্টেরফের সিবিআই তদন্ত, ১১ বছর আগের তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় নির্দেশ হাইকোর্টের

More CBI News  

Read more about:
English summary
What says Tapan Dutta's Family