দুই মাস ধরে চলা জাঁকজমকপূর্ণ আইপিএল শেষ হয়েছে। ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে স্বমহিমায়। দুই মাস বন্ধ থাকারলপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে আন্তর্জাতিক সূচি শুরু করতে চলেছেভারত। ভারতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজগুলি খেলবে ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি আয়োজিত হয়ে চলেছে ফিরোজ শাহ কোটলায়।
এই সিরিজের জন্য রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ সহ নিয়মিত প্রথম একাদশের একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে এই সিরিজে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকার মাঠে গত সফরে দল নেতা হিসেবে অভিজ্ঞতা খুব একটা ভাল নয় রাহুলের, এই সিরিজের জাতীয় দলের অধিনায়কের ভূমিকা.য় নিজের গ্রাফটাও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে রাহুলের।
এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই, সেই দলের প্রতিটা ক্রিকেটারই নির্বাচনের জন্য উপলব্ধ প্রথম টি-২০ ম্যাচের জন্য। দলের মধ্যে কোনও চোট আঘাতজনিত সমস্যা নেই। উইকেটের পিছনে দেখা যাবে ঋষভ পন্থকে। মিডল অর্ডার সামলাতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে পারেন ঈশান কিষান। অপর দিকে, ভারতের বোলিং লাইন সামলানোর দায়িত্ব থাকবে হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহালের উপর। দীর্ঘ দিন পর দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া।
আইপিএল জিতেছেন অধিনায়ক হিসেবে। ফলে নিজের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে দলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন তিনি। অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক স্তরে হার্দিক নিজেকে মেলে ধরতে পারেন কি না, সেই দিকে নজর থাকবে। তবে, এই ম্যাচে হয়তো জাতীয় দলের জার্সিতে অভিষেক হবে না উমরান মালিকের। তাঁকে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।
অপর দিকে, দক্ষিণ আফ্রিকা শিবেরেও চোট-আঘাতজনিত কোনও সমস্যা নেই। টেম্বা বাভুমার নেতৃত্বে বিশ্বকাপের আগে ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভাল পারফর্ম করাই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়া বাহিনীর উইকেটের পিছনে থাকবেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ মূলত নির্ভর করবে বাভুমা, ডি কক, রসি ভান ডার ডুসেন এবং এইডেন মার্করামের উপর।
ভারতের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ডেভিড মিলার। অভিজ্ঞ এই প্রোটিয়া তারকা আইপিএল-এ দারুণ ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপকে সামলানোর জন্য থাকবেন কাগিসো রাবাডা, তাব্রিজ শামসি এবং এনরিচ নকিয়া। ২০২১ সালের অক্টোবরের পর থেকে একটিও টি-২০ ম্যাচ ভারত হারেনি।
ভারতের সম্ভাব্য একাদশ:
কেএল রাহুল, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আভেষ খান, কুলদীপ যাদব
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ:
এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, রেডা হেনড্রিক্স, রসি ভান ডার ডুসেন, টেম্বা বাভুমা, ডেভিড মিলার, ডোয়েনপ প্রিটরিয়াস, মার্কো জেনসন, তাব্রেজ শামসি, কাগিসো রাবাডা, এনরিচ নকিয়া
রেকর্ডের আর এক নাম মিতালি রাজ, একনজরে কেরিয়ারের নানা মাইলস্টোন