রাজ্যসভা নির্বাচন: ক্ষমতায় থেকে বিধায়ক হারানোর ভয়! রাজস্থানের পরে হরিয়ানাতেও বিজেপি বিধায়কদের সরালো রিসর্টে

রাজ্যসভা (Rajya sabha) নির্বাচনে (Election) আসন হারানোর ভয় তাড়া করে বেড়াচ্ছে বিজেপি (BJP)। যে কারণে কেন্দ্রে ক্ষমতায় থেকে বিধায়কদের নজরদারি রাখার সুবিধা থাকলেও রাজস্থানের (Rajasthan) পরে হরিয়ানাতেও বিধায়কদের (MLA) সরানো হয়েছে চণ্ডীগড়ের (Chandigarh) কাছের এক রিসর্টে। সঙ্গে সরানো হয়েছে হরিয়ানায় (Haryana) তাদের সহযোগী জেজেপি বিধায়কদেরও।

প্রশিক্ষণের নামে সরানো হয়েছে বিধায়কদের

বুধবার বিজেপি ও সহযোগী জেজেপির বিধায়কদের সরানো হয়েছে চণ্ডীগড়ে। বলা হয়েছে, সেখানে রাজ্যসভা নির্বাচনের ভোট প্রক্রিয়ার একটি প্রশিক্ষণ শিবির করা হয়েছে। প্রসঙ্গত ১০ জুন শুক্রবার রাজ্যসভার নির্বাচন। সেখানে হরিয়ানার ২ টি আসনে নির্বাচন হবে। মন্ত্রী জেপি দালাল বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছিলেন, বিজেপি ও জোটসঙ্গীর সব বিধায়কদের তারা ডেকেছিলেন। এঁদের মধ্যে নতুনদের ভোটের পদ্ধতি বোঝানো হয়।
এর আগে রাজস্থানেও বিজেপি বিধায়কদের ভোট প্রক্রিয়া বোঝানোর নামে সরানো হয়েছিল রিসর্টে।

প্রথমবারের বিধায়কদের ওপরে বাড়তি নজর

মন্ত্রী আরও জানিয়েছেন, নিউ চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসর্টে রাখা হয়েছে বিধায়কদের। তাঁদেরকে রাজ্যসভা নির্বাচবনের ভোট দেওয়ার প্রক্রিয়া বোধানো হবে। এছাড়াও ভোট সংক্রান্ত প্রযুক্তিগত বিবরণ নিয়েও আলোচনা করা হবে। বিশেষ করে প্রথমবারের বিধায়কদের বিষয়টি বোঝানো হবে। কেননা তাঁরা এর আগে রাজ্যসভার নির্বাচনে অংশ নেননি। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হবে, কোন বিধায়ক বিজেপি প্রার্থীকে এবং কোন বিধায়ক নির্দল প্রার্থীকে ভোট দেবেন।

জয় সম্পর্কে নিশ্চিত বিজেপি

অন্যদিকে হরিয়ানা কংগ্রেস তাদের বিধায়কদের সরিয়েছে ছত্তিশগড়ে। দুটি আসনেই জয় সম্পর্কে নিশ্চিত বিজেপি। বিজেপির তরফে বলা হয়েছে, তাদের দলের ৪০ টি ভোট রয়েছে। এছাড়াও জোটসঙ্গীর ১০ টি ভোট রয়েছে। অন্যদিকে কংগ্রেসের ৩১ জন বিধায়ক রয়েছে।
বিজেপির তরফে কংগ্রেসের উদ্দেশে কটাক্ষ করে বলা হয়েছে, কংগ্রেস বিভক্তষ তবে বিজেপি ভীত নয়। বিজেপির দাবি তাদের বিধায়করা অবাধেই ঘুরে বেড়াচ্ছেন। তবে বিধায়কদের চণ্ডীগড়ের রিসর্টে নিয়ে যাওয়া প্রসঙ্গে বিজেপির সাফাই শুধুমাত্র নতুনদের প্রক্রিয়া বোঝাতে এবং কে কাকে ভোট দেবেন তা বোঝাতে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

রাজ্যসভা নির্বাচনে হরিয়ানা

এবারের রাজ্যসভা নির্বাচনে হরিয়ানা থেকে দুটি আসন রয়েছে। বিজেপির তরফে দুটি আসনের একটি প্রার্থী করা হয়েছে কৃষণা পানওয়ারকে। এছাড়াও অপর আসনে নির্দলপ্রার্থী কার্তিকেয় শর্মাকে সমর্থন করছেগেরুয়া শিবির। যেখানে বিজেপির সহযোগী জননায়ক জনতা পার্টির সমর্থন রয়েছে।
কংগ্রেস অজয় মাকেনকে হরিয়ানা থেকে প্রার্থী করেছে। বিজেপি ও কংগ্রেস উভয়েই দাবি করেছে, জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক তাদের হাতে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রচারে 'ঘৃণা', দিল্লি পুলিশের নিশানায় সাংবাদিক থেকে রাজনৈতিক নেতাসোশ্যাল মিডিয়ায় প্রচারে 'ঘৃণা', দিল্লি পুলিশের নিশানায় সাংবাদিক থেকে রাজনৈতিক নেতা

More CONGRESS News  

Read more about:
English summary
BJP shift their MLAs of Haryana after Rajasthan to a resort in fear of poaching in Rajyasabha election