দিল্লিতে প্রথম টি ২০-তে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল দক্ষিণ আফ্রিকা, করোনা আক্রান্ত প্রোটিয়া তারকা

টি ২০ আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা। করোনার কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না এইডেন মার্করাম। ফলে ট্রিস্টান স্টাবসের অভিষেক হচ্ছে। দীনেশ কার্তিক তিন বছর পর ফিরলেন ভারতের টি ২০ দলের একাদশে।

পারস্পরিক দ্বৈরথে

টি ২০ আন্তর্জাতিকে পারস্পরিক দ্বৈরথে ভারত দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়েই রয়েছে। ২০১৯ সালে ভারতের মাটিতে টি ২০ আন্তর্জাতিকে দুই দলের সাক্ষাতে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ১৯ বল বাকি থাকতে ৯ উইকেটে। শেষ যে পাঁচটি ম্যাচ খেলা হয়েছে দুই দলের মধ্যে তাতে ভারত এগিয়ে ৩-২ ব্যবধানে। আবার যদি ২০১৯ সালের সিরিজের একটি ম্যাচ যেটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গিয়েছিল সেটিকে ধরলে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকার জয় দুটি করে ম্যাচে।

বিশ্বরেকর্ডের হাতছানি

আজকের ম্যাচ জিতলে টানা ১৩টি টি ২০ আন্তর্জাতিক জেতার বিশ্বরেকর্ড গড়বে ভারত। টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর থেকে এখনও অবধি টানা ১২টি টি ২০ আন্তর্জাতিক জিতেছে মেন ইন ব্লু। দেশের মাটিতে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে। তার ফলে টানা ১২টি টি ২০ আন্তর্জাতিক জেতার নিরিখে রোমানিয়া ও আফগানিস্তানের সঙ্গেই রয়েছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, কুলদীপ যাদবকে ছাড়াই ভারত এই সিরিজ খেলছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা নামছে পূর্ণ শক্তি নিয়েই। দক্ষিণ আফ্রিকা ২০১০ সালের পর থেকে ভারতে কখনও সাদা বলের সিরিজে পরাস্ত হয়নি।

হাই স্কোরিং ম্যাচের পূর্বাভাস

পিচ রিপোর্ট দিতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত বলেন, বাউন্ডারি ছোট। পিচে শুষ্ক হলেও কিছু ঘাস রয়েছে। উইকেট বেশ শক্তও। কিউরেটর বলেছেন, কয়েক দিন ধরে শিশির পড়েনি, ফলে ডিউ ফ্যাক্টর থাকবে না। হাই স্কোরিং ম্যাচ হবে বলেই জানিয়েছেন দীপ। টসের আগেই দেখা যায় ভারতের টিম হাডলে কারও হাতে জাতীয় দলের ক্যাপ বা টুপি দেওয়া হয়নি। তাতেই স্পষ্ট হয়ে যায় এই ম্যাচে উমরান মালিক বা অর্শদীপ সিংয়ের অভিষেক হচ্ছে না।

দুই অধিনায়কের বক্তব্য

টস জিতে বাভুমা বলেন, দিল্লিতে আমরা একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম। তাতে দেখেছি উইকেট পরের দিকে ব্যাটিং সহায়ক হয়। ভারতকে যতটা সম্ভব কম রানে বেঁধে ফেলাই লক্ষ্য থাকবে। টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতির ক্ষেত্রে এই সিরিজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওয়েইন পারনেল যেমন দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন তেমনই ভারতীয় দলে কামব্যাক দীনেশ কার্তিকের। দুই দেশের প্রথম টি ২০ আন্তর্জাতিকে ২০০৬ সালে কার্তিক ঝোড়ো ইনিংস খেলে ভারতকে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। আজ তিনি দলে ফিরলেন ৩ বছর পর। ভারতীয় দলে কারও অভিষেক হয়নি। তবে অধিনায়ক ঋষভ পন্থ বলেন, আমার কেরিয়ারে এটা অন্যতম গর্বের মুহূর্ত। দিল্লির হয়ে খেলি, সেখানেই দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলাম। টস জিতলে আমি ফিল্ডিং করতাম। তবে উইকেট ভালো, ফলে প্রথমে ব্যাট করতে অসুবিধা হবে না। ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করবেন। ভারত খেলছে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে।

ভারত- ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান।

দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া, কেশব মহারাজ, তাবরেজ শামসি।

A look at the Playing XI for #INDvSA

Live - https://t.co/YOoyTQmu1p #INDvSA @Paytm pic.twitter.com/YiAjMS6VXK

— BCCI (@BCCI) June 9, 2022

More INDIA VS SOUTH AFRICA News  

Read more about:
English summary
Ind vs SA 1st T20I: South Africa Have Won The Toss And Elected To Field Against India In Delhi. Dinesh Karthik Is Playing T20I For India After 3 Years.