মুম্বই বিশ্বরেকর্ড গড়ে রঞ্জি সেমিফাইনালে, ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার সামনে?

রঞ্জি ট্রফির তিন সেমিফাইনালিস্টের নাম চূড়ান্ত হয়ে গেল। বর্তমানে যা পরিস্থিতি তাতে বাংলাও শেষ চারে জায়গা পাকা করে নেবে। তিনটি কোয়ার্টার ফাইনাল ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বাংলা ও ঝাড়খণ্ডের মধ্যে ম্যাচটি চলছে, তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদেই বাংলা পৌঁছে যাবে শেষ চারে।

মুম্বইয়ের বিশ্বরেকর্ড

১৪ জুন থেকে শুরু হবে রঞ্জি ট্রফির দুটি সেমিফাইনাল। বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট গ্রাউন্ডে মুম্বই খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। আলুর ক্রিকেট স্টেডিয়ামে মধ্যপ্রদেশ খেলবে বাংলার বিরুদ্ধে। ইতিমধ্যেই মুম্বই, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে গিয়েছে।মুম্বই উত্তরাখণ্ডকে হারিয়ে দিয়েছে ৭২৫ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে যে ব্যবধান সর্বাধিক। ১৯৩০ সালে নিউ সাউথ ওয়েলস কুইন্সল্যান্ডকে হারিয়েছিল ৬৮৫ রানে, সেই রেকর্ডটি ভেঙে দিল পৃথ্বী শ-র দল। ১৯২৮ সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারায় ৬৭৫ রানে। এ ছাড়া ১৯২১ সালে নিউ সাউথ ওয়েলস দক্ষিণ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৬৩৮ রানে।

উত্তরাখণ্ডকে হারালেন পৃথ্বীরা

মুম্বই ৮ উইকেটে ৬৪৭ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ারের পর ১১৪ রানে অল আউট হয়ে যায় উত্তরাখণ্ড। শামস মুলানি ৩৯ রানে ৫ উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে মুম্বই তিন উইকেটে ২৬১ রান তুলে ডিক্লেয়ার করে। যশস্বী জয়সওয়াল ১০৩, পৃথ্বী শ ৭২ ও আদিত্য তারে ৫৭ রান করেন। এরপর আজ ২৭.৫ ওভারে মাত্র ৬৯ রানে শেষ হয়ে যায় উত্তরাখণ্ড। মুলানির পাশাপাশি ধবল কুলকার্নি ও তনুশ খৈতান তিনটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে অভিষেকেই ২৫২ রান করার সুবাদে সুভেদ পার্কর ম্যাচের সেরা হন।

মধ্যপ্রদেশেও সেমিফাইনালে

অপর কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে মধ্যপ্রদেশ। পাঞ্জাবের ২১৯ রানের জবাবে প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ তোলে ৩৯৭। শুভম শর্মা ১০২ রান করেছিলেন, তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন। এরপর ২০৩ রানে পাঞ্জাব শেষ হয়ে যায়। মুম্বই ইন্ডিয়ান্সে খেলা কুমার কার্তিকেয় প্রথম ইনিংসে একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে বোলিং ওপেন করে ৫০ রানে ৬ উইকেট নেন। জবাবে ৫.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মধ্যপ্রদেশ।

উত্তরপ্রদেশ ইতিমধ্যেই সেমিতে, বাংলাও যাচ্ছে

এর আগে, গতকালই উত্তরপ্রদেশ কর্নাটককে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এই প্রথম কর্নাটককে সরাসরি হারাতে সক্ষম হয়েছে উত্তরপ্রদেশ। এদিকে, বাংলার বিরুদ্ধে শতরান করেছেন ঝাড়খণ্ডের বিরাট সিং। তবে তাঁর শতরানও বাংলার সেমিফাইনালে ওঠা আটকাতে পারবে না। কেন না, ইতিমধ্যেই বাংলার প্রথম ৯ ব্যাটারই ৫০-এর উপর রান করার বিশ্বরেকর্ড গড়ে রানের পাহাড় তৈরি করেছিল। ঝাড়খণ্ড শুরুটা খারাপ না করলেও ৭২ রানে প্রথম উইকেট হারানোর পর স্কোরবোর্ডে ১৫৭ রান ওঠার ফাঁকে ষষ্ঠ উইকেটটি হারায়। ২৪১ রানে পড়েছিল নবম উইকেট। এরপর আশিস কুমারের যোগ্য সঙ্গতে শতরান হাঁকান বিরাট। বাংলা ৭ উইকেটে ৭৭৩ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ারের পর ঝাড়খণ্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৯৮ রানে। বাংলার সায়ন মণ্ডল ও শাহবাজ আহমেদ চারটি করে এবং আকাশ দীপ একটি উইকেট নিয়েছেন। বাংলার লিড ৪৭৫ রানের। বিরাট সিং ১১৩ রানে অপরাজিত থাকেন।

1⃣0⃣0⃣ for Virat Singh! 👏 👏

This has been a fighting knock by the Jharkhand left-handed batter. 👌 👌 #RanjiTrophy | #QF1 | #BENvJHA | @Paytm

Follow the match ▶️ https://t.co/UDFkFRkMjB pic.twitter.com/6btTiDkg4f

— BCCI Domestic (@BCCIdomestic) June 9, 2022

Tea break: Jharkhand - 298/10 in 95.6 overs (Ashish Kumar 14 off 27, Virat Singh 113 off 239) #BENvJHA #RanjiTrophy #QF1

— BCCI Domestic (@BCCIdomestic) June 9, 2022

More RANJI TROPHY News  

Read more about:
English summary
Mumbai Beat Uttarakhand By 725 Runs Which Is A New Record In FC Cricket. Mumbai Will Face Uttar Pradesh In Ranji Semi Final, Madhya Pradesh Also In Last Four.
Story first published: Thursday, June 9, 2022, 14:36 [IST]