মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের অবাক করে দেয়। এমন যে হতে পারে তা আমরা ভাবতেও পারি না। 'মা’ যে আমাদের জীবনে কী, তা আমরা সকলেই জানি। তবে, প্রানীরাও তার বাচ্চাকে কীভাবে আগলে রাখে তা আবারও প্রমাণ পাওয়া গেল। এবার এমন এক অবাক করা ঘটনা ঘটল বিহারের সাসারাম জেলায়। কিন্তু কি এমন ঘটনা ঘটল যার জন্য অবাক হলেন সকলে? একটি আহত বানর তার ছোট্ট শাসবককে বুকে আগলে নিয়ে ক্লিনিকে গেল। হ্যাঁ ঠিকই শুনছেন এমনই ঘটনায় অবাক সকলে।
চিকিৎসার জন্য গেলেও ছোট্ট শাবকটিকে একা রেখে যাননি সে। বুকে আগলে করেই নিয়ে গেছেন। যতই হোক মা তো! বানরটিত তার শাবকের প্রতি এমন ভালোবাসা দেখে অনেকেই সেই ছবি ক্যামারাবন্দি করেন। আবার অনেকে সেই ভিডিও মোবাইলবন্দি করেন। আহত বানরটিকে কিন্তু চিকিৎসক ফিরিয়ে দেননি। তার সেবা করেছেন। এমনকি তাঁকে ক্ষত জায়গায় ব্যান্ডেজও করে দেন।
প্রবল বর্ষণে বন্যা, জলের তলায় শ'য়ে শ'য়ে মানুষ
ডাঃ আহমেদ জানান, কিছু বাচ্চা বানরটিকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছিল। আমি তাদের বারণও করি। বানরটি ভয়ে ক্লিনিকে ছুটে এসেছিল। আমি বানরের ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে দিয়েছি। চিকিৎসা হয়ে গেলে বানরটি তার শাবককে নিয়ে চলে যায়। সেই ভিডিওই ভাইরাল হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে আহত বানরটি তার শাবককে বুকে জড়িয়ে ধরে রেখেছে। এমন ভিডিও কিন্তু অনেকের মনে দাগ কেটে গেছে। ঘটনা দেখার জন্য ক্লিনিকের বাইরে স্থানীয়রা ভিড় করেন। এমন ঘটনায় অবাক হয়েছেন অনেকে। আবার অনেকে বলছেন সচরাচর এমন ঘটনা তো চোখে পরে না!