ভারতের সঙ্গে বৈঠকে নবী প্রসঙ্গ
ইরানের বিদেশমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান গত বছর দায়িত্ব গ্রহণের পরে এবারই প্রথমবার ভারতে আসেন। প্রথমে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেন। সেখানেই উঠে আসে নবীকে নিয়ে বিতর্কিতমন্তব্য প্রসঙ্গ। কিছু লোকের মন্তব্যে নেতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলেই মনে করে ইরান। জবাবে ভারতের তরফে বলা হয়েছে, সরকার এবং প্রশাসন নবীকে সম্মান করে। বিবৃতিতে বলা হয়েছে সরকার ও সংশ্লিষ্ট স্তরে পরিস্থিতিরএমনভাবে মোকাবিলা করা হয়েছে, যা অন্যদের সামনে দৃষ্টান্ত। সেই পরিস্থিতিতে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
|
আলোচনা ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে
ইরানের বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। সেখানে দুদেশের মধ্যে বাণিজ্য, সংযোগ, স্বাস্থ্য এবং দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কে আলোচনা হয়। যা নিয়ে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করটুইটও করেন।
|
মোদীর সঙ্গে সাক্ষাত
ইরানের বিদেশমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন সেখানে দুদেশের মধ্যে দীর্ধস্থায়ী সভ্যতাগত ও সাংস্কৃতিক সম্পর্ককে স্মরণ করা হয়। প্রধানমন্ত্রী মোদী এই বৈঠক নিয়ে টুইট করে বলেছেন,ভারত-ইরানের মধ্যে শতাব্দী-প্রাচীন সভ্যতাগত সম্পর্ক আরও উন্নতির লক্ষ্যে ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে আলোচনা হয়েছে। দুদেশের সম্পর্কে একে অপরকে উপকৃত করেছে। এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির প্রচার করেছে।
নূপুর শর্মাকে বহিষ্কার করেছে বিজেপি
নবীকে নিয়ে মন্তব্যের পরেই বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলি থেকে প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ শুরু হয় উপসাগরীয় দেশগুলি থেকে। কুয়েত, কাতার, ইরান, জর্ডন প্রতিবাদ জানায় ভারতের কাছে। তারপরেই গত রবিবার বিজেপি তাদের জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করে। এছাড়াও অপর মুখপাত্র নবীন জিন্দালকে সাসপেন্ড করা হয়। পরবর্তী সময়ে নূপুর শর্মা ফোনে হুমকির অভিযোগ করায়, তাঁকে নিরাপত্তা দেয় সরকার।