কার কার নামে FIR দিল্লিতে?
ইসলাম ধর্মের নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মুখপাত্র নূপুর শর্মাকে বরখাস্ত করেছে বিজেপি৷ কিন্তু এতেও থামছে না বিতূক, দেশে ও বিদেশ থেকে সরাসরি খুনের হুমকি পাচ্ছেন নূপুর৷ এবং ইসলামি রাষ্ট্রগুলি নূপুরের এই বক্তব্যের বিরোধিতা করছে৷ প্রসঙ্গত নূপুর শর্মার নামেও একটি এফআইআর করেছে দিল্লি পুলিশ৷ যেখানে বহিষ্কৃত বিজেপি নেতা নবীন জিন্দাল এবং সাংবাদিক সাবা নকভি সহ বেশ কয়েকজনের নাম রয়েছে।
নূপুরের বিরুদ্ধে কোন ধারায় অভিযোগ এনেছে দিল্লি পুলিশ?
প্রসঙ্গত, এই পুরো ঘটনায় দিল্লি পুলিশ দুটি এফআইআর নথিভুক্ত করেছে। একটি নূপুর শর্মার বিরুদ্ধে এবং অন্যটি তাদের বিরুদ্ধে যারা ক্রমাগত উসকানি মূলক বিবৃতি দিয়ে আসছে৷ প্রথম এফআইআরে নূপুর শর্মা, দ্বিতীয়টিতে নবীন জিন্দাল, শাদাব চৌহান, সাবা নকভি, মাওলানা মুফতি নাদিম, আবদুর রহমান, গুলজার আনসারি এবং অনিল কুমার মীনার মতোদের নাম রয়েছে। পুলিশ নুপুর শর্মার বিরুদ্ধে ভারতীয় ধারা ১৫৩ (দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি দেওয়া), ২৯৫ (যে কোনও শ্রেণীর ধর্মকে অবমাননা করা) এবং ৫০৫ -এর অধীনে মামলা করেছে। এফআইআরটি দিল্লি পুলিশের স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) ইউনিট করেছে৷
কী মন্তব্য করেছিলেন ওয়েসি?
মূলত দেশের বিভিন্ন গোষ্ঠী ও ধর্মসম্প্রদায়কে উসকানি দেওয়া এবং দেশের জনসাধারণের শান্তি বিঘ্নিত করার জন্য ক্ষতিকারক পরিস্থিতি তৈরি করার মতো বিষয়গুলির জন্য দায়ের করা হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে!
প্রসঙ্গত, বুধবার মহারাষ্ট্রের একটি সভা থেকে ওয়েসি উসকানি দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিমদের কথা শোনেম না৷ এবং নূপুর শর্মাকে কেন গ্রেফতার করা হচ্ছে না তাও প্রশ্ন তোলেন ওয়েসি৷