নেতা হার্দিক
হার্দিক পাণ্ডিয়াকে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে ভালো জায়গাতেই রাখছেন হরভজন সিং। হার্দিক এবার আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়েই চ্যাম্পিয়ন করেছেন গুজরাত টাইটান্সকে। হরভজন বলেন, এবারের আইপিএলে সবচেয়ে বড় প্রাপ্তি যেভাবে হার্দিক সামনে থেকে নেতৃত্ব দিয়ে গুজরাত টাইটান্সের খেতাব জয় নিশ্চিত করেছেন। নিঃসন্দেহে তা প্রশংসনীয়। তাঁর ইচ্ছাশক্তি ও ইতিবাচক অধিনায়কত্বে এই ইঙ্গিত মিলেছে যে ভবিষ্যতে তিনি দেশকে নেতৃত্ব দিতে পারবেন।
তরুণদের সুযোগ
আইপিএলে নজর কেড়েছেন এমন কয়েকজন ক্রিকেটারকে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে রেখেছেন নির্বাচকরা। নজর থাকবে উমরান মালিক, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিংদের দিকে। হরভজন বলেন, টি ২০ বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রমাণের দারুণ মঞ্চ পেয়েছেন। যে ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে প্রত্যেকেই বড় সাফল্য পাওয়ার যোগ্য। ২০১৯ সালের পর জাতীয় দলে কামব্যাক করা দীনেশ কার্তিককে নিয়েও আশাবাদী হরভজন। ডিকে প্রসঙ্গে তিনি বলেন, দীনেশ কার্তিক দেখাতে চাইবেন এখনও তিনি দেশের জার্সিতে খেলার কতটা যোগ্য। তাঁর দৃঢ়সংকল্প, আচার-আচরণ, সর্বোপরি এখনও তিনি যে বিশ্বাস করেন তিনি দেশের সাফল্যে অবদান রাখতে সক্ষম, সেটাই সবচেয়ে প্রশংসনীয়। এভাবেই কার্তিক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন বলে মনে করেন ভাজ্জি।
চাহালেই বাজিমাত
আইপিএলে হ্যাটট্রিক, ইনিংসে পাঁচ উইকেট-সহ মোট ২৭ উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক যুজবেন্দ্র চাহালও যে এবারের টি ২০ বিশ্বকাপে বড় বাজি হতে পারেন সেই ইঙ্গিত মিলেছে হরভজনের কথায়। তিনি বলেন, চাহাল এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন। এবারের আইপিএলে তিনি সর্বাধিক ২৭টি উইকেট পেয়েছেন। চাহাল লাইন ও লেংথের সঙ্গে কখনও কম্প্রোমাইজ করেননি বলেই তিনি বাকিদের চেয়ে আলাদা হিসেবে বিশ্বের অন্যতম সেরা স্পিনার হয়ে উঠেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেই আশাবাদী হরভজন।
কোহলির পাশে
বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে। স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকাকে নিয়ে তিনি এখন ছুটি কাটাচ্ছেন ইংল্যান্ড সফরের আগে। কিং কোহলির ব্যাড প্যাচ দ্রুতই কেটে যাবে বলে বিশ্বাস ভাজ্জির। তিনি বলেন, কোহলি যখন মাঠে নামেন তখন প্রতিবারই নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকেন। বিগত কয়েক বছর ধরে বিরাট যে ক্রিকেট খেলেছেন তাতে আমি নিশ্চিত দ্রুতই তিনি কামব্যাক করবেন। তিনি সব সময়ই একজন অ্যাচিভার।