কী ঘটেছে পুরো ঘটনা?
সম্প্রতি কমল বন্দ্যোপাধ্যায় নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্টে দাবি করা হয়েছে কাতারে ভারতীয় ফুটবলপ্রেমীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপছে৷ তিনি টুইটারে কিছু স্ক্রিনশট সহ দাবি করেছেন যে তাঁর এক বন্ধু কাতার বিশ্বকাপ দেখতে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন৷ এবং সেই মতো তিনি অনলাইনে কাতার সরকারে কাছে আবেদন করেছিলেন বিশ্বকাপের দিনগুলিতে কাতার থাকার অনুমতির জন্য৷ সম্প্রতি সেই অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে কাতার সরকারের পক্ষ থেকে!
কী কারণে অনুমতি মেলেনি?
টুইটারে স্ক্রিণশট পোস্ট করে কমল দাবি করেছেন যে কাতার সরকারের পক্ষ থেকে তাঁর বন্ধুকে জানানো হয়েছে যে সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে ভারতীয়দের কাতারে আসতে দেওয়া হবে কিনা সে নিয়ে এখনও আলোচনা চলছে৷ সেই আলোচনার সমাধান না হওয়া পর্যন্ত অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না!
কতটা সত্যি রয়েছে কমলের দাবিতে?
সোশ্যাল মিডিয়া ও বেশ কিছু সংবাদমাধ্যমে এ নিয়ে আলোচনা চললেও এখনও পর্যন্ত কাতার সরকারের পক্ষ থেকে এরকম কোনও স্পষ্ট নির্দেশ সামনে আসেনি৷ তবে নূপুর শর্মার বক্তব্য সামনে আসার পর থেকেই কাতার, ইরান, সৌদি আরব সহ ওআইসির একাধিক মুসলিম দেশ নূপুরের বক্তব্যের বিরোধিতা করে ভারত সরকারের পক্ষ থেকে এই মন্তব্যের জন্য ক্ষমা দাবি করেছে। তাই এখনই কমল বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে বা ভুল বলতে রাজী নন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷