উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, ১০ জুন শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচ়বিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। বাকি দার্জিলিং, কালিম্পং এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১১ জুন শনিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচ়বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড় ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১০ জুন শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জুন শনিবার সকালের মধ্যে শুধুমাত্র শেষে উল্লিখিত
জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি
কলকাতায় আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার সকালের মধ্যে কলকাতার কোথাও কোথা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
মিলছে না পাটিগণিত
আবহাওয়া কোনওভাবেই পাটিগণিতের অঙ্ক নয়। আন্দামানে ছয় দিন আগে কেরলে নির্দিষ্ট সময়ের তিনদিন আগে বর্ষা ঢুকেছে বলে দক্ষিণবঙ্গেও তিন দিন আগে বর্ষার আগমন, তা হচ্ছে না। সাধারণভাবে ১২ থেকে ১৪ জুনের মধ্যে বর্ষা আসলেও এবার তা আসতে ২০ জুন হয়ে যেতে পারে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কেনা আবহাওয়া দফতর ইতিমধ্যেই পাঁচ দিনের আবহাওয়ার বার্তা দিয়েছে। সেখানে বর্ষার কোনওরকমের নামগন্ধ নেই। আর পরপর তিনদিন
বৃষ্টি না হলে মৌসুমী বায়ুর প্রাক শর্ত পূরণ করে না। সেক্ষেত্রে হিসেব মতো ১৭ জুন হয়েই যাচ্ছে। তবে সেই তারিখেও বর্ষার আগমনের কোনও নিশ্চয়তা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৬.১)
বহরমপুর ( ৩৬.৬)
বাঁকুড়া (৩৬.৪)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩১.২)
দার্জিলিং ( ২০.২)
দিঘা (৩৫.৬)
কলকাতা (৩৫.২)
দমদম (৩৬.২)
কৃষ্ণনগর (৩৬.৮)
মালদহ (৩৬)
মেদিনীপুর ( ৩৪.৮)
শিলিগুড়ি (৩১.৪)
শ্রীনিকেতন ( ৩৬.২)