উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাত
এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচ়বিহার জেলায় ৯ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি তিন জেলার সঙ্গে উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ জুন শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের
জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গের ৩ জেলায় ঝড় ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১০ জুন শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের বেশির অংশের আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে মাঝেমধ্যে কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
এর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বরে পূর্বাভাসে বলা হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন
হবে না বলেও জানানো হয়েছে।
কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি
এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগের কয়েকদিনের মতোই কলকাতায় আপাতত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪.৯ (২৮.১)
বহরমপুর ২৫.৪ (২৭)
বাঁকুড়া ২৫.৯ (২৭.১)
বর্ধমান ২৪ (২৬)
কোচবিহার ২৫.৫( ২৫.৮)
দার্জিলিং ১৬ ( ১৬)
দিঘা ২৪.৩ (২৮.৯)
কলকাতা ২৭.৮ (২৯.৩)
দমদম ২৮.১ ( ২৯.২)
কৃষ্ণনগর ২৭.১ (২৭.৬)
মালদহ ২৬.৯ (২৬.৩)
মেদিনীপুর ২৫.১ (২৮.১)
শিলিগুড়ি ২৬.৬ (২৬.৪)
শ্রীনিকেতন ২৫.১ (২৭.২)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৮.৭)
বহরমপুর ( ৩৫.২)
বাঁকুড়া (৩৮.১)
বর্ধমান (৩৭.৬)
কোচবিহার (৩১.৯)
দার্জিলিং ( ১৯.৪)
দিঘা (৩৬)
কলকাতা (৩৫.৪)
দমদম (৩৬.৮)
কৃষ্ণনগর (৩৭.৪)
মালদহ (৩৩.৬)
মেদিনীপুর ( ৩৬.৬)
শিলিগুড়ি (৩১.৯)
শ্রীনিকেতন ( ৩৬.৬)