নূপুর শর্মাকে সমর্থন
সম্প্রতি এক অনুষ্ঠানে নবী হজরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে সাসপেন্ড করেছে তাঁর দল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। আর এই ইস্যুতেই কড়া পদক্ষেপ নিয়ে নূপুর শর্মা এবং আরও এক মুখপাত্র নবীন জিন্দলকে সাসপেন্ড করেছে বিজেপি। সেই সঙ্গে বাতিল করা হয়েছে তাঁদের প্রাথমিক সদস্যপদও। তব এরই মধ্যে ক্রমবর্ধমান বিতর্কের বিষয়টি মাথায় রেখে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন নূপুর শর্মা। কিন্তু তারপরেও তাঁকে নানা রকম ভাবে হুমকি দেওয়ার এমনকি খুনের হুমকিও সামনে এসেছে। এরই মধ্যে নূপুরকে সমর্থন করেছেন কঙ্গনা রানাউত।
নূপুরের বিতর্কিত মন্তব্য
সম্প্রতি একটি বিতর্ক অনুষ্ঠানে নবী মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। আর এই ঘটনার পর যার পর শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ই নয়, সুদূর আরবের অধিবাসীরাও নূপুর শর্মার এই বক্তব্যের বিরোধিতা করছেন। বিতর্কের পারদ ক্রমবর্ধমান দেখে বিজেপিও একটি বিবৃতি জারি করে বলেছে যে এই ধরনের মন্তব্য দলের মূল ধারণার বিপরীত। এবার এই গোটা ঘটনায় নূপুর শর্মার সমর্থনে এগিয়ে এলেন হিন্দি ছবির বিখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনার ইনস্টাগ্রাম স্টোরি
কঙ্গনা বলেছেন যে তিনিও নিজের মতামত প্রকাশের অধিকারী। আর তাই স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে নূপুরকে নিয়ে নিজের বক্তব্য লিখেছেন তিনি।, "নূপুরকে কীভাবে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে তা দেখতেই পাচ্ছি। কিন্তু যখন কোনও হিন্দু দেব দেবীর অপমান করা হয়, যা তাঁরা প্রায়ই করে থাকেন, আমরা তখন আদালতের দ্বারস্থ হই। দয়া করে আইনের সেই পথেই চলুন নিজেকে ডন মনে করবেন না। এই দেশটা আফগানিস্তান নয়।" এইভাবেই কটাক্ষ করেন কঙ্গনা।
কঙ্গনার আসন্ন সিনেমা
সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের অ্যাকশন ফিল্ম 'ধাকড়' , কিন্তু বক্স অফিসে একদমই দাগ কাটতে পারেনি এই সিনেমা। পাশাপাশি তাঁর আসন্ন ছবি সম্পর্কে কথা বলতে গেলে, শীঘ্রই কঙ্গনাকে 'তেজস', 'সীতা' এবং 'মণিকর্ণিকা রিটার্নস'-এ দেখা যাবে। এছাড়াও কঙ্গনা তাঁর পরবর্তী ছবি 'ইমার্জেন্সি'র শুটিংও শুরু করেছেন যাতে তাঁকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।