জ্ঞানবাপি মসজিদের ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছিলেন সেই বিচারক পেেলন হুমকি চিঠি। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশকে এই নিয়ে জানিয়েছেন বিচারক। হাতে লিখেই চিঠি পোস্ট করা হয়েছে। চিঠিতে যিনি হুমকি দিয়েছেন তিনি তাঁর নামও উল্লেখ করেছেন।
চিঠিতে েলখক নিজের নাম লিখেছেন কাসিফ আহমেদ সিদ্দিকি। এবং নিজেকে ইসলামিক আঘাজ মুভমেন্টের সদস্য বলে দাবি করেছেন তিনি। বিচারকর রবি কুমার দিবাকর জানিয়েছেন, পোস্ট অফিস মারফত তাঁর কাছে হুমকি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাঁকে উদ্দেশ্য করে লেখা হয়েছে মসজিদে যে মন্দিরের কথা বলেছেন আপনি সেটা কোনও মসলিম মেনে নেবে না। বিচারককে কাফের বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
ইতিমধ্যেই উত্তর প্রদেশ পুলিশ তৎপর হয়েছে। উত্তর প্রদেশের বারাণসীর পুলিশ কমিশনার এ সতীশ গণেশ জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কোথা থেকে চিঠি লেখা হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। গত ২৬ এপ্রিল জ্ঞানবাপি মসজিদের ভেতরে ভিডিওগ্রাফির মাধ্যমে সার্ভের কথা বলেছিলেন দিবাকর। তাতে হিন্দ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল মসজিদের ভেতরে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। যদিও আদালতের পক্ষ থেকে এই নিয়ে কোনও কথা বলা হয়নি।
বিজেপিতে যাঁরা আছেন ভাগ্যবান! তৃণমূল পিসি-ভাইপোর দল, তীব্র আক্রমণ জেপি নাড্ডার
শান্তি বজায় রাখতে ভিডিও গ্রাফি বা ছবি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আদালতের নির্দেশ ছাড়া জ্ঞাপবাপী মসজিদের কোনও ভিডিওগ্রাফি এবং ছবি প্রকাশ করা যাবে না বলে জানানো হয়েছে। কারণ এতে অশান্তি ছড়াতে পারে বলে আদালতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দিকে জ্ঞানবাপী মসজিদর পরেই মথুরাতে মসজিদ নিয়েও সওয়াল উঠতে শুরু করেছে।