একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে
জানা যাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রক চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) নিয়োগ সংক্রান্ত তিন প্রতিরক্ষা বাহিনীর নিয়ম সংশোধনের জন্য একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। সিডিএস নিয়োগের জন্য, সরকার এমন আধিকারিকদের বিবেচনা করতে পারবে যারা লেফটেন্যান্ট জেনারেলের সমতুল্য হিসাবে কাজ করছেন বা করেছেন। অন্যদিকে যে অফিসাররা লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল পদে অবসর নিয়েছেন তাঁদেরও নিযুক্ত করতে পারা যাবে। তবে মাথায় রাখতে হবে তাঁদের যাতে ৬২ বছর না হয়।
সিডিএস পদের জন্য প্যানেল তিন স্টার কিংবা চার স্টার পদমর্যাদার আধিকারিক উভয়কেই অন্তর্ভুক্ত করা যেতে পারে। আর এহেন রদবদল ঘিরেই প্রশ্ন উঠছে তাহলে খুব শিঘ্রই সিডিএস পদে কাউকে নিয়োগ করতে চলেছে সরকার?
নারাভানের নিয়োগের জন্যেই এই বদল?
২০১৯ সালে ক্ষমতায় ফেরে মোদী সরকার! আর তা ফিরতেই সিডিএসে নিয়োগ করা হয়েছিল। দেশের শীর্ষ সামরিক কাঠামোতে সবচেয়ে বড় সংস্কার ছিল মোদী সরকারের। এজন্য সরকার প্রশংসিত হয়েছিল। বিপিন রাওয়াতকে এই পদের জন্যে নিয়োগ করা হয়। কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর প্রয়ানের পর থেকেই পদটি ফাঁকা অবস্থায় রয়েছে। তবে পরবর্তী সিডিএস হিসাবে মনোজ মুকুন্দ নারাভানে'র নাম উঠে আসছে। কিন্তু সিডিএস পদে নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার প্রয়োজন তা মিলছিল না নারাভানের সঙ্গে! আর সেদিকে তাকিয়েই কি এই সংশোধন? প্রশ্ন উঠছে।
সিডিএসে পদে দ্রুত নিয়োগের পথে সরকার?
বলে রাখা প্রয়োজন, ভারতের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন। লাগাতার সেনা বাড়াচ্ছে তাঁরা। এমনকি লাগাতার জঙ্গি কার্যকলাপের খবর সামনে আসছে। এই অবস্থায় সিডিএসে পদে দ্রুত নিয়োগের পথে সরকার?
সিডিএসকে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছিল। বর্তমানে লেফটেন্যান্ট জেনারেলের অতিরিক্ত সচিব পদে কাজ করেন। সিডিএস ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফেরও প্রধান, যা বর্তমানে বিমান বাহিনীর একজন তিন স্টার অফিসারের নেতৃত্বে রয়েছে বলে খবর।