রোদ্দুর রায়কে কেন গ্রেফতার করল পুলিশ?
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার পর তাঁকে কটাক্ষ করে ফেসবুকে ভিডিও লাইভ করেছিল রোদ্দুর রায় নামের একটি প্রোফাইল৷ সেখানেই না থেমে মুখ্যমন্ত্রীর লেখা ছড়াকে কটাক্ষ করে অশ্লীল শব্দেপূর্ণ অদ্ভুত সব ছড়া লিখেছিলেন রোদ্দুর রায়৷ সে নিয়ে প্রচুর বিতর্কও হয়েছিল৷ সেই বিতর্ক শেষ হওয়ার আগেই সম্প্রতি আরও একটি ফেসবুক লাইভে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেন রোদ্দুর রায়৷ এরপরই তার বিরুদ্ধে রাজ্যের একাধিক জায়গাতে এফআইআর হয়েছিল৷
রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল নেতা ঋজু দত্ত!
গত সপ্তাহেই তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন৷ সেই অভিযোগত্র ফেসবুকে শেয়ার করে ঋজু জানিয়েছিলেন তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিল রোদ্দুর রায়৷ এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, সঙ্গে তৃণমূলের মন্ত্রী ববি হাকিম, মদন মিত্র এমনকি কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রোদ্দুর রায়, তাই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে৷
কে এই রোদ্দুর রায়? কেন তিনি বিতর্কের কেন্দ্রে?
ফেসবুকে অদ্ভুত ভঙ্গিমায় ধূমপান করতে করতে গালাগালপূর্ণ লাইভ করে থাকে রোদ্দুর রায় নামের একটি প্রোফাইল৷ অশ্লীল গালাগাল সহযোগে কখনও রাজনৈতিক নেতা তো কখনও শিল্পী তো কখনও অন্য কাউকে আক্রমণ করে থাকেন রোদ্দুর রায়৷ আর এই ধরনের বক্তব্য প্রকাশের ভঙ্গিমাকে নিজেই মোক্সা আর্ট নাম দিয়েছেন রোদ্দুর৷ এই প্রথম নয় এর আগেও রবীন্দ্রনাথের 'চাঁদ উঠেছিল গগনে' গানটিকে অশ্লীল গালাগাল ঢুকিয়ে বিকৃত করার বিরোধিতা করে রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল৷ সেবার তার সমর্থণ ও বিরোধিতায় দ্বিধাবিভক্ত ছিল সোশ্যাল মিডিয়ার জেন-ওয়াইরা৷ এবারও রোদ্দুরের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা নিয়ে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া!