এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী চূড়ান্ত পর্বের ম্যাচে ৮ জুন (বুধবার) কম্বোডিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। দর্শকদের মাঠ ভরানোর আবেদন জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। অধিনায়কের মতোই ভারতীয় ফুটবলের মক্কায় সমর্থনের জন্য ফুটবলপ্রেমীদের মাঠ ভরানোর আবেদন জানিয়েছে অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ন, রাহুল ভেকেদের মতো তারকা। কিন্তু ম্যাচের এক দিন আগে টিকিটের লাইনে দাঁড়িয়ে চূড়ান্ত ভোগান্তির শিকার সমর্থকেরা।
প্রথমে ১২ থেকে ১৫ হাজার টিকিট ছাড়ার কথা জানানো হয়েছিল যা পরে বাড়িয়ে করা হয় ২০ হাজার। ভারতীয় দল খেলবে সেখানে দেশের ফুটবল রাজধানীতে ৮৫ হাজারের যুবভারতী ক্রীড়াঙ্গণের জন্য ২০ হাজার টিকিট মানতে পারেননি কেউই। পরে তৎপর হয়ে টিকিট সংখ্যা বাড়িয়ে করা হয় ৫০ হাজার। অফ লাইন এবং অন লাইন দুই রকম ভাবেই টিকিট কাটার উপায় রযেছে। কিন্তু এআইএফএফ এবং টিকিট বন্টকারীদের চূড়ান্ত অপেশাদারিত্বে টিকিট পেতেই কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ সমর্থকদের। অন লাইনে টিকিট কাটলেও তা সংগ্রহ করতে হচ্ছে অফ লাইনে। যা পাওয়া যাচ্ছে যুব ভারতীর বক্স অফিস এবং আইএফএ দফতর থেকে। কিন্তু বন্টকারীদের অব্যবস্থায় রোদ মাথায় নিয়ে বিরাট লাইনে দাঁড়িয়েও টিকিট পেতে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।
মঙ্গলবার কয়েক হাজার মানুষ টিকিটের জন্য সকাল থেকে লাইনে দাঁড়ালেও পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে। পুলিশের তরফ থেকে জানানো হয় আগে থেকে লাইন দেওয়া যাবে না টিকিট বন্ট শুরু হলে তবেই লাইন দেওয়া যাবে। সকাল ১০টা থেকে টিকিটের জন্য লাইন দেয় কয়েক হাজার মানুষ। অধিকাংশ মানুষেরই দাবি পুলিশ সহযোগীতা তারা পাচ্ছে না লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়ার ক্ষেত্রে। প্রায় তিন ঘণ্টা দাঁড়ানোর পর দুপুর ১টা থেকে শুরু হয় টিকিট বিলি। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল সকাল ১০টা থেকেই এ দিন টিকিট দেওয়ার কথা ছিল এবং বিকেল ৪'টে পর্যন্ত তা দেওয়ার কথা ছিল।
একই অবস্থা আইএফএ দফতরেও। বাংলা ফুটবলের সদর দফতরেও টিকিট দেওয়ার কথা সকাল দশটা থেকে। কিন্তু টিকিট বন্টনের দায়িত্বে থাকা সংস্থার কর্মীরা নির্ধারিত সময়ে টিকিট পৌঁছয়নি। দুপুর ১'টা থেকে টিকিট দেওয়া শুরু হয় আইএফএ-তেও।
অপর দিকে, অন লাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকলেও নির্ধারিত ওয়েবসাইটে টিকিট সোল্ড আউট দেখাচ্ছে। কিন্তু যাঁরা অন লাইনে টিকিট কেটেছেন তাঁদেরও একই বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। অন লাইনে টিকিট কাটলেও সেই রিসিট নিয়ে অফ লাইনে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে, যদি টিকিট সংগ্রহ করতে লাইন দিতে হয় তা হলে অন লাইনে টিকিট কাটার যৌক্তিকতা কোথায়? এ দিন বহু মানুষ লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত টিকিট না পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন। বুধবার ম্যাচের দিনও টিকিট দেওয়ার কথা রয়েছে সকাল ১০'টা থেকে দুপুর ৩'টে পর্যন্ত।
ইস্টবেঙ্গলের হাত থেকে এই ফুটবলারকে ছিনিয়ে আনতে চলেছে এটিকে মোহনবাগান
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী মূল পর্বে কম্বোডিয়া ছাড়াও ভারত খেলবে আফগানিস্তান (১১ জুন) এবং হংকং-এর (১৪ জুন) বিরুদ্ধে। গ্রুপ পর্য়ায়ের শীর্ষে শেষ করা দল এবং দ্বিতীয় স্থানে শেষ করা পাঁচটি সেরা দল জায়গা করে নেবে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে।