উমরানের এক্সপ্রেস গতিতে ঘাবড়াচ্ছে না দক্ষিণ আফ্রিকা! পাল্টা অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে বাভুমাদের কোন রণকৌশল?

বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল অনুশীলনে নামার আগেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়া-ব্রিগেড। ভারতের স্পিনারদের সামলাতে বিশেষ রণকৌশল নেওয়ার পাশাপাশি শিবিরে ঘুরপাক খাচ্ছে উমরান মালিকের এক্সপ্রেস গতির বিষয়টিও।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা উমরানের প্রশংসা করলেও তাঁরা যে ব্যাকফুটে নেই, সে কথাও বুঝিয়ে দিচ্ছেন। বাভুমার কথায়, আমাদের দলেও এমন বোলার রয়েছেন যাঁরা ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিবেগে বল করতে পারেন। উমরান মালিক ভারতীয় দলের এক বিশেষ প্রতিভা। আশা করি, আইপিএলের পারফরম্যান্সকেও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ছাপিয়ে যেতে পারবেন। উমরান ভারতের পেস বোলিংয়ের ক্ষেত্রে এক দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার। ভারত যে এত ভালো মানের পেসার পাচ্ছে তা আইপিএলেরই সুফল।

Safety first 🪖#INDvSA #BePartOfIt pic.twitter.com/x9scjNhgYw

— Cricket South Africa (@OfficialCSA) June 5, 2022

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় রয়েছেন আনরিখ নরকিয়া। যিনি চোট সারিয়ে আইপিএল খেলে এবার দেশের হয়ে নামবেন। রয়েছেন আইপিএলে দুরন্ত ছন্দে থাকা কাগিসো রাবাডাও। দক্ষিণ আফ্রিকার পেস ও স্পিন বোলিং আক্রমণ যথেষ্টই সমীহযোগ্য। বাভুমা বলেন, আমরা দক্ষিণ আফ্রিকায় জোরে বোলারদের ছোট থেকে সামলেছি। তবে কোনও ব্যাটারই ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিবেগের বল সামলাতে পছন্দ করে না। তবে আমরা সবরকম প্রস্তুতি নিয়েই নামতে চলেছি। উল্লেখ্য, ভারতীয় স্পিনারদের সামলাতে দক্ষিণ আফ্রিকা নেট বোলার হিসেবে রেখে দিয়েছে ১৪ বছরের রৌনক বাঘেলাকে। আইপিএলে খেলা প্রোটিয়াদের অভিজ্ঞতাও আসন্ন সিরিজে দলের পক্ষে ইতিবাচক হবে বলে মনে করেন বাভুমা।

ভারতীয় দল রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের মতো ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে। তবে এতে ভারতকে সমীহই করছে দক্ষিণ আফ্রিকা। সতর্ক থাকছে মেন ইন ব্লু-র শক্তি সম্পর্কেও। বাভুমার কথায়, আমরা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার মতো বিলাসিতা দেখানোর জায়গায় নেই। ভারতীয় দলে যাঁরা রয়েছেন তাঁরা ভালো ফর্মে রয়েছেন এবং গ্রেট প্লেয়ার। বিশ্বকাপের প্রস্তুতিই মূল বিষয়। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমেই বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নিতে মুখিয়ে ক্রিকেটাররা। ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ তারই অঙ্গ। চলতি বছরেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজে হেরে গিয়েছিল ভারত। একদিনের আন্তর্জাতিক সিরিজে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত হোয়াইটওয়াশ হয়। এবার টি ২০ আন্তর্জাতিকেও কঠিন লড়াই নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রোটিয়া-বাহিনী।

More INDIA VS SOUTH AFRICA News  

Read more about:
English summary
South Africa's Skipper Temba Bavuma Says We Also Got Guys Who Can Bowl 150 kmph. He Also Credits IPL For Helping Indian Team Dig Up So Many Talented Fast Bowlers.
Story first published: Tuesday, June 7, 2022, 16:13 [IST]