আম্বেদকর নিয়ে স্কুলের পাঠ্যবইয়ে ভুল তথ্য , নতুন করে ছাপাবে রাজ্য

কর্ণাটকের বিজেপি সরকার স্বীকার করেছে যে বি.আর আম্বেদকরকে নিয়ে স্কুল পাঠ্যপুস্তকে যা রয়েছে তাতে ভুল রয়েছে। ভুল সংশোধনের জন্য পাঠানো হয়েছে। দেশের সংবিধান যিনি লিখেছেন তাঁকে নিয়েই ভুল তথ্য দেওয়া রয়েছে স্কুলের বইয়ে। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে বিতর্ক হচ্ছিল। সেই ভুল মেনে নিয়েছে সরকার।

এই প্রসঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বি সি নাগেশ বলেছেন যে ভুলগুলি সংশোধন করা হবে৷ কংগ্রেস এবং অন্য বিরোধীরা দেখানোর পরে রোহিত চক্রতীর্থ কমিটি পাঠ্যপুস্তকগুলি সংশোধন করেছিল তারা আম্বেদকরের জন্য 'ভারতের সংবিধানের স্থপতি' শব্দটি বাদ দিয়েছিল।

জানা গিয়েছে দেখেছে যে 'আমাদের সংবিধান' নামের নবম শ্রেণীর বইতে সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের অধ্যায়ে 'ভারতের সংবিধানের স্থপতি' কথাটি নেই। এটি আগের পাঠ্যপুস্তকগুলিতে উপস্থিত ছিল যা বড়গুর রামচন্দ্রপ্পা নেতৃত্বাধীন কমিটি ওই কথাটি ওখানে ব্যাবহার করেছিল।

নাগেশ বলেছেন , "শুধু ডঃ আম্বেদকর সম্পর্কে নয়, অন্য যেকোন ত্রুটি সংশোধন করা হবে,"। এমনকি মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছেন যে সরকার ভুল সংশোধনের জন্য পাঠ্যপুস্তক পুনর্মুদ্রণ করতে প্রস্তুত৷ তিনি বিরোধী দলের নেতা সিদ্দারামাইয়ার নিন্দা করে বলেন "তিনি সবকিছুতেই রাজনীতি করেন। এই প্রথম পাঠ্যপুস্তক সংশোধন করা হয় নি। এর আগেও হয়েছে। ভুল হয়েছে সেটা ঠিক করে দেওয়া হচ্ছে,"।

বোমাই বলেছেন, 'অতীতে বহুবার সংশোধন করা হয়েছে এবং কিছু ত্রুটি দেখা দিয়েছে৷ প্রকৃতপক্ষে, কিছু ভুল এখন সংশোধন করা হচ্ছে সাথে সম্পর্কিত যা সিদ্দারামাইয়ার সময়ে করা হয়েছিল৷ তখন কি তিনি পাঠ্যবই তুলে নিয়েছিলেন? সরকার ব্যক্তি বিষয় নির্বিশেষে ত্রুটিগুলি সংশোধন করতে এবং পাঠ্যপুস্তক পুনর্মুদ্রণ করতে প্রস্তুত, "।

কর্মকর্তারা অবশ্য বলেছেন, পাঠ্যপুস্তক পুনর্মুদ্রণ সম্ভব নয়। তারা জানান, ৭৪ শতাংশ ছাপার কাজ শেষ এবং ৬৮ শতাংশ পাঠ্যবই স্কুলে পৌঁছেছে। "পাঠ্যপুস্তক পুনর্মুদ্রণ একটি ব্যয়বহুল ব্যাপার এবং এই পর্যায়ে আমরা শুধুমাত্র নির্দিষ্ট অধ্যায়গুলি মুদ্রণ করতে পারি যেখানে ত্রুটি বা আপত্তি আছে।," । 'আদিসি নোডু, বিলিসি নোডু' গানটির ভুল বৈশিষ্ট্য সহ অন্যান্য সমস্ত আপত্তি রয়েছে। কর্মকর্তারা বলেছেন যে এই ধরনের আপত্তি কর্ণাটক টেক্সট বুক সোসাইটির কাছে দায়ের করা যেতে পারে।

প্রসঙ্গত , সপ্তম শ্রেনীর সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তক সমাজ সংস্কারকদের সম্পর্কে কথা বলে, যাতে আম্বেদকর সম্পর্কে তথ্যও রয়েছে। কিন্তু আগের পাঠ্যপুস্তকে আম্বেদকরের বাবা-মা, তাঁর জন্মস্থান এবং অন্যদের বিবরণ ছিল যা মুছে ফেলা হয়েছে। আম্বেদকরের সংগ্রামের উল্লেখ, যেমন মহাদ সত্যাগ্রহ এবং কালারাম মন্দির প্রবেশ আন্দোলন, পাঠ্যপুস্তকের অংশ নয়, এমন অভিযোগও রয়েছে।

More BJP News  

Read more about:
English summary
the wrong information about br ambedkar in the school text book will correct by government
Story first published: Tuesday, June 7, 2022, 15:04 [IST]