ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ দ্বৈরথে পাল্লা কাদের দিকে ঝুঁকে? দিল্লির পিচ, আবহাওয়ার পূর্বাভাস, পরিসংখ্যান একনজরে

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (পূর্বতন ফিরোজ শাহ কোটলা) বৃহস্পতিবার থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজ। ২০১৯ সালের পর ফের এই স্টেডিয়ামে হচ্ছে টি ২০ আন্তর্জাতিক। ভারত নামছে ১৩টি টি ২০ আন্তর্জাতিকে টানা জিতে ইতিহাস গড়ার লক্ষ্যে। তবে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে মুখিয়ে দক্ষিণ আফ্রিকাও। ইতিমধ্যেই দুই দলই জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

দ্বৈরথে এগিয়ে ভারত

২০০৬ থেকে ২০১৯ সালের মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজেদের মধ্যে ১৫টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ২০১৫ সালে কলকাতায় ও ২০১৯ সালে ধরমশালায় দুই দলের দ্বৈরথ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। ১৫টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৯টি ম্যাচে। দক্ষিণ আফ্রিকার জয় ৬টিতে। তার মধ্যে ধরমশালা, কটক ও বেঙ্গালুরুতে ভারতকে হারিয়েছে প্রোটিয়ারা। দুই দলের শেষ সাক্ষাতে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা জেতে ৯ উইকেটে। এর ফলে ওই সিরিজ ১-১ ড্র রাখতে সক্ষম হয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ যে পাঁচটি ম্যাচ খেলা হয়েছে তার নিরিখে অবশ্য ভারত এগিয়ে ৩-২ ব্যবধানে।

দিল্লির ফল

অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও টি ২০ আন্তর্জাতিক খেলবে। ভারত দিল্লিতে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলেছে। তার মধ্যে ২০১৭ সালে নিউজিল্য়ান্ডকে হারিয়েছিল ৫৩ রানে। ভারত শেষবার এখানে টি ২০ আন্তর্জাতিক খেলেছে ২০১৯ সালেই। সেবার বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয় ৭ উইকেটে।

কে জিতেছে কোথায়?

ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ৯টি টি ২০ আন্তর্জাতিকে তার মধ্যে একটি দেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে জিতেছে পাঁচটিতে। নিরপেক্ষ কেন্দ্রে জয় এসেছে তিনটি ম্যাচে। দক্ষিণ আফ্রিকা যে ৬টি জয় পেয়েছে ভারতের বিরুদ্ধে তার মধ্যে দেশের মাটিতে জয় ২টিতে, ভারতে এসে জয় তিনটিতে, ১টি নিরপেক্ষ কেন্দ্রে। অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ২০১৬ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাস্ত করেছিল।

সফল ক্রিকেটাররা

ভারত ও দক্ষিণ আফ্রিকার টি ২০ দ্বৈরথে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ২টি ম্যাচে নেন তিন উইকেট। দক্ষিণ আফ্রিকার অ্যারন ফাঙ্গিসো, কাইল অ্যাবট ও ফারহান বেহার্ডিন ১টি করে ম্যাচ খেলে ২টি করে উইকেট নিয়েছেন। ২টি ম্য়াচে সবচেয়ে বেশি রান রয়েছে শিখর ধাওয়ানের (১২১), হাসিম আমলা ৫৬ রান করেছেন ভারতের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে। এটি প্রোটিয়াদের হয়ে কোনও ব্যাটারের সর্বাধিক স্কোর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের শিখর ধাওয়ান ও রোহিত শর্মা- দুজনেই ব্যক্তিগত সর্বাধিক ৮০ রান করেছেন। রোহিত করেন ৫৫ বলে, শিখর ৫২ বলে। দুজনের কেউই আসন্ন সিরিজে নেই।

পিচ ও আবহাওয়া

দিল্লির এই স্টেডিয়ামের মাঠ খুব একটা বড় নয়। বাউন্ডারি সাধারণত একদিকে ৬৫ ও অপর দিকে ৬৮ মিটার। ৩৫ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন। টিকিটের হাহাকার চলছে। বাউন্ডারির সীমানা ছোট, আউটফিল্ড ফাস্ট। ফলে পিচ স্লো হলেও ১৭০ রান নিরাপদ হতে পারে। সাহায্য পাবেন স্পিনাররা। রাত ৮টার পর শিশির পড়বে বলে জানিয়েছেন কিউরেটর। ফলে টস জেতা দল প্রথমে ফিল্ডিং নিতে পারে। দিনে তাপমাত্রা থাকার সম্ভাবনা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রির কাছে। বৃষ্টির পূর্বাভাস নেই।

More INDIA VS SOUTH AFRICA News  

Read more about:
English summary
India vs South Africa T20I Head To Head Records. Arun Jaitley Stadium T20I Stats With Pitch And Weather Report.