আজ রাজ্যে আসছেন নাড্ডা
আজ রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা। অমিত শাহের পর এই প্রথম দিল্লির কোনো নেতা রাজ্য সফরে আসছেন। একুশের ভোটের পর এই প্রথম বঙ্গ সফরে আসছেন নাড্ডা। কয়েকদিন আগেই গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন িসং। অর্জুনের টিএমসিতে ফেরার পর দলের অন্দরে নতুন করে ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। একের পর এক বিজেপি নেতা প্রকাশ্যে বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সর্বভারতীয় সভাপতির এই বঙ্গ সফরে কি সেই ক্ষোভ প্রশমিত হবে এই নিয়ে চলছে জল্পনা।
একাধিক কর্মসূচি নাড্ডার
একুশের বিধানসভা ভোটে কার্যত ভরাডুবি হয়েছে বঙ্গ বিজেপির। পুরসভা ভোটে মাথা তুলে দাঁড়াতে পারেনি বিজেপি। একের পর এক কেন্দ্রে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। এমনকী রাজ্যসভাপতির নিজের পুরসভাতে গোহারা হেরেছে বিজেপি। তার পরে দলের অন্দরে একের পর এক বিদ্রোহ। ২ দিনের রাজ্য সফরে তাই একাধিক কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার। মঙ্গলবার রাত ৯টায় কলকাতা বিমানবন্দরে নামবেন জে পি নাড্ডা। বুধবার সকাল ১১টায় চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তারপরেই দুপুরে দলের একাধিক বৈঠকে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বৃহস্পতিবার দলের সাংসদ, বিধায়ক ও রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন তিনি। দুপুরে দলের কর্মী সম্মেলনে ভাষণ দেবেন জেপি নাড্ডা। তারপর কলা মন্দিরে নাগরিক সম্মেলনও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
নজরে পঞ্চায়েত ভোট
সামনেই পঞ্চায়েত ভোট। পুরভোেট বিজেপির ভরাডুবির পর পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। শাসক দলের বিরুদ্ধে শক্তি বাড়াতে নতুন স্ট্র্যাটেজির প্রয়োজন বঙ্গ বিজেপির। সেই লক্ষ্যেই নাড্ডার এই বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে। কারণ বঙ্গ সফরে আসন্ন পঞ্চায়েত ভোটে কী ভাবে কাজ করবে দল তা নিয়ে মূলত আলোচনা করবেন তিনি। এমনই মনে করা হচ্ছে। নাড্ডার সফরের কয়েকদিন আগেই বঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। শাহের সফরের পরেই দল বদল করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। অর্জুনের দল বদলে ব্যারাকপুরে ভোট ব্যাঙ্কে বড় ধাক্কা আসবে তাতে কোনো সন্দেহ নেই।
রাজনৈতিক তরজা
বঙ্গ বিজেপির অন্দরে চরম বিবাদ তৈরি হয়েছে। একুশের ভোটের পর েথকেই বঙ্গ বিজেপির অন্দরে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। একের পর এক নেতা বিদ্রোহী হয়ে উঠেছেন। তাঁরা প্রকাশ্যে বিদ্রোহ করতে শুরু করে দিয়েছেন। অনেক নেতাই দল ছেড়েছেন। মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাম্প্রতিক কালের অর্জুন সিং। এমনকী বিজেপি কার্যত আদি আর নব্য এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। দলের এই দ্বন্দ্ব নাড্ডার সফরে কতটা মিটবে সেটাইএখন দেখার।