|
বৃক্ষরোপনের টাকা আত্মসাৎ
শুভেন্দু অধিকারী এদিন ১০০ দিনের কাজের টাকার দাবিতে তৃণমূলের কর্মসূচিকে তীব্র কটাক্ষ করলেন। তিনি এদিন টুইট করে বলেছেন, এমজিএনআরইজিএস-এ রাজের জন্য অর্থপ্রদানের দাবিতে যাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, তাঁদের
উদ্দেশে তিনি বলেন, সরকারি তহবিলের টাকা আত্মসাৎ করা হয়েছে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকার এমজিএনআরইজিএস প্রকল্পে বৃক্ষরোপণের জন্য হাজার হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে। কিন্তু কোনও কাজই হয়নি।
|
পিছনে তৃণমূল নেতা ও জেলা প্রশাসন
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে গত মাসে পাঠানো একটি চিঠি টুইট করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, দিনাজপুরে কোনও গাছের চারাই বাঁচেনি। তবে বিষয়টি হিমশৈল্যের চূড়া মাত্র বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের নেতা এবং জেলাপ্রশাসনতহবিলের টাকা সরানোর শিল্প আয়ত্ত করেছে বলেও কটাক্ষ করেছেন তিনি। সেই কারণেই এমজিএনআরইজিএস প্রকল্পের টাকা নিয়ে এত হৈচৈ।
|
কোম্পানির তালিকা ভুক্তিতেও দুর্নীতি
বনদফতরের কাজে বেসরকারি সংস্থার যুক্ত হওয়ার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ তুলেছেন, বিরোধী দলনেতা। এব্যাপারে টুইটে করে তিনি বলেছেন, কল্যাণী অর্গানিকসকে বন দফতরের গ্রিন প্রজেক্টস বাতিল করে দিয়েছিল। কিন্তু সেই সংস্থাকে ফের কাজের জন্য নথিভুক্ত করা হয়েছেবলে দাবি করেছেন বিরোধী দলনেতা।
গাছ লাগানোর নামে টাকা লোপাট করছে পঞ্চায়েত
বিরোধী দলনেতা এদিন অভিযোগ করেন, গাছ লাগানোর নামে টাকা লোপাট করছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি। এব্যাপারে তাঁর নিজের কেন্দ্র নন্দীগ্রামের পঞ্চায়েতেরও নাম করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন পঞ্চায়েতগুলি গাছ লাগানোর নাম করে অন্তত ৫০ লক্ষটাকা করে তুলেছে। কিন্তু পঞ্চায়েত কিংবা সরকারি দফতরকে জিজ্ঞাসা করলে বলবে, গাছ গরুতে খেয়ে গিয়েছে। তিনি বলেন, নন্দীগ্রামের ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২ থেকে ১৪ টি এই টাকা তছরুপে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।
সরকারি টাকা তছরূপের অভিযোগ তুলে বলেন, পশ্চিমবঙ্গ সরকার যখন একটি নারকেল গাছ কিনছেন, তার দাম হল ৪২ টাকা। আর যখন কল্যাণী গ্রুপ নারকেল গাছ দিচ্ছে, তখন তার দাম হয়ে যাচ্ছে ২৫০ টাকা। তিনি অভিযোগ করেন, গাছ পিছু ২০৮ টাকা
ভাগ হয়ে যাচ্ছে। তিনি বলেন এই টাকা দিচ্ছে ভারত সরকার। তিনি এমজিএনআরইজিএস প্রকল্পে টাকার গাবিতে তৃণমূলের মিছিলকে কটাক্ষ করে বলেন, টাকা চাই টাকা দাও, দোতলা বাড়িকে তিনতলা করে দাও। মোটর সাইকেলটা পুরনো হয়ে গিয়েছে বদলে দাও। গাড়িতে এসি নেই, এসি
গাড়ি কিনে দাও।