ডিও-এর বিজ্ঞাপনের আড়ালে ধর্ষণের সংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হল ডিও ব্র্যান্ড লেয়ারকে। এই বিজ্ঞাপন সামনে আসতেই তা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এই পণ্যের দু'টি বিজ্ঞাপন সম্প্রচার হওয়ার পরপরই তাদের পণ্য বিক্রি করার জন্য এই ধরনের কনটেন্ট ব্যবহার করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রোষের মুখে পড়ে সংস্থাটি।
৬ জুন, সোমবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়, 'আমরা সেই বিজ্ঞাপনগুলির জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী যার ফলস্বরূপ ব্যক্তি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং তাদের কাছে আমরা ক্ষমা চাইছি।' লেয়ার ব্র্যান্ড সিদ্ধান্ত নিয়েছে যে এই বিজ্ঞাপনটি তারা সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেবে। বিবৃতি পেশ করে তারা জানায়, 'আমরা স্বেচ্ছায় আমাদের সমস্ত মিডিয়া অংশীদারদের জানিয়েছি ৪ জুন থেকে অবিলম্বে কার্যকরভাবে উভয় টিভি বিজ্ঞাপনের সম্প্রচার বন্ধ করতে।'
বিতর্কের জল গড়িয়েছে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক পর্যন্ত ৷ শনিবার মন্ত্রকের তরফে বিতর্কিত বিজ্ঞাপন দুটি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ লেয়ার শটের বিরুদ্ধে এএসসিআই (অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া) কোড ভঙ্গের অভিযোগ উঠেছে ৷ ইউটিউব ও টুইটার থেকে এই বিজ্ঞাপনটি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কী ছিল সেই বিজ্ঞাপনে? 'আমরা চারজন আর ও একা ৷ শট কে নেবে?' শপিং মলে চার তরুণের কথা শুনে চমকে ওঠে এক তরুণী ৷ রাগে পিছনে ঘুরে তাকায় সে ৷ দেখে, ওই চারজন একটি নির্দিষ্ট ব্র্যান্ডের বডি স্প্রে নিয়ে কথা বলছে ৷ ওই বডি স্প্রেটি সেখানে একটাই রাখা ছিল ৷ পারফিউম ব্র্যান্ড লেয়ার এই ধরনের দু'টি বিজ্ঞাপন ঘিরে আপাতত তোলপাড় নেটপাড়া ৷
IRCTC: রেল যাত্রীদের জন্যে বড় খবর! টিকিট কাটার নিয়মে বড় রদবদল
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচের সময় লেয়ার শটের দুটি বিজ্ঞাপন প্রথম দেখানো হয় ৷ নেটিজেনরা জানিয়েছেন, দুটি বিজ্ঞাপনই সমান কুরুচিকর, আপত্তিজনক এবং অশ্লীল ইঙ্গিতে ভর্তি ৷ নেটিজেনদের তীব্র সমালোচনার পরই দিল্লি মহিলা কমিশন এবং সবশেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিজ্ঞাপন দুটি প্রত্যাহারের নির্দেশ দেয়৷