নূপুর শর্মাকে হুমকি, এফআইআর নথিভুক্ত করল দিল্লি পুলিশ

জ্ঞানব্যাপী মসজিদে শিবলিঙ্গের খোঁজ পাওয়ার ইস্যু নিয়ে সারা দেশ আলোড়িত! এরকম অবস্থায় এই ইস্যুতে একটি টিভি ডিবেটে গিয়ে ইসলাম ধর্মের নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা৷ ঘটনার ভিডিওক্লিপ দ্রুত ভাইরাল হতে থাকলে চিঠি দিয়ে নূপুরকে দল থেকে বরখাস্তও করে বিজেপি৷ কিন্তু বিতর্ক সেখানেই থামেনি, মহম্মদকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে একাধিক মুসলিম ধর্মীয় সংগঠন ও নেতাদের কাছ থেকে মারধোর ও খুনের হুমকি পান নূপুর! এবার এর বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ।

কোন ধারায় হয়েছে অভিযোগ?

সংবাদমাধ্যমের খবর, দিল্লি পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করেছে। যেখানে দাবি করা হয়েছে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা নবী মোহাম্মদের বিরুদ্ধে তার বিতর্কিত মন্তব্যের জন্য হুমকি পেয়েছিলেন। দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এফআইআর-এর ভিত্তিতে, আমরা বিষয়টির তদন্ত শুরু করেছি৷ সূত্রের খবর, আইপিসি ধারা ১৫৩ এ (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা), ৫০৬ (অপরাধীকে ভীতি প্রদর্শন), ৫০৭ ( বেনামী যোগাযোগের মাধ্যমে অপরাধমূলক ভয় দেখানো) এবং ৫০৯ (একজন মহিলার শালীনতাকে অবমাননা করার উদ্দেশ্যে কোন শব্দ, অঙ্গভঙ্গি বা কাজ) ধারায় এফআইআরটি করা হয়েছে৷

নূপুরের বক্তব্যের বিরোধিতা হয়েছে ইসলামি দেশগুলোতেও!

নূপুর শর্মার মন্তব্য সামনে আসার পরই শুধু দেশের মধ্যেই নয় সঙ্গে পশ্চিম এশিয়ার ইসলামি রাষ্ট্রও এই বক্তব্যের বিরোধিতা করেছে৷ রবিবার বিজেপি দলের জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে বরখাস্ত করেছে এবং দিল্লির মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে গেরুয়া শিবির। পাশাপাশি মুসলিম গোষ্ঠীগুলির বিক্ষোভ এবং কুয়েত, কাতার এবং ইরানের মতো দেশগুলির তীব্র প্রতিক্রিয়ার মধ্যে, বিজেপি একটি পাল্টা বিবৃতি জারি করে বলেছে যে ভারত সমস্ত ধর্মকে সম্মান করে এবং যে কোনও ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননার তীব্র নিন্দা করে৷

একাধিক জায়গা থেকে খুনের হুমকি পেয়েছেন নূপুর!

সূত্রের খবর প্রায় ১০ দিন আগে একটি টিভি বিতর্কে মহম্মদকে নিয়ে মন্তব্য করেছিলেন নূপুর। যার পাল্টা ইসলাম দেশেগুলির কয়েকটিতে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বানে একটি টুইটার প্রচার শুরু হয়েছে৷ যদিও এই বিতীক তৈরি হওয়ার পর নূপুর শর্মা নিঃশর্তভাবে টিভি বিতর্কে বলা দেওয়া তার বিতর্কিত বিবৃতি প্রত্যাহার করে নেন। এবং তিনি পাল্টা দাবি করেন যে তার মন্তব্যগুলি, 'আমাদের মহাদেবের (শিব) প্রতি ক্রমাগত অপমান এবং অসম্মানে এর প্রতিক্রিয়ায় বলা। যদিও এরপরও দেশের মধ্যেই একাধিক মুসলিম নেতা ও সংগঠনের থেকে খুনের হুমকি পেয়েছেন নূপুর, এমনটাই দাবি করা হয়েছে একাধিক সংবাদমাধ্যমে!

কেএলও পৃথক রাজ্যের দাবিতে বিজেপির মদত! মমতাকে হুঁশিয়ারি তদন্ত দাবি তৃণমূলের কেএলও পৃথক রাজ্যের দাবিতে বিজেপির মদত! মমতাকে হুঁশিয়ারি তদন্ত দাবি তৃণমূলের

More BJP News  

Read more about:
English summary
Nupur Sharma threatened, Delhi Police registers FIR
Story first published: Monday, June 6, 2022, 19:04 [IST]