কাতার বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততই দুরন্ত ছন্দে পাওয়া যাচ্ছে ব্রাজিলকে। লিওনেল মেসির পাঁচ গোলের সুবাদে আর্জেন্তিনা এস্তোনিয়াকে ৫-০ গোলে হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে জয় পেল ব্রাজিল। জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে ৭৭ মিনিটে পেনাল্টি থেকে করা গোলের সুবাদে জাপানকে হারাল তারা।
গত বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনার কাছে হারার পর থেকে আর কোনও ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়নি ব্রাজিল। আজকের ম্যাচে নামার আগে অবধি টানা পাঁচটি ম্যাচ জিতেছিল তারা। সেই সংখ্যা বেড়ে হলো ছয়। সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে ব্রাজিল চূর্ণ করেছিল। জাপানের বিরুদ্ধে নামার আগে আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে প্য়ারাগুয়েকেও ৪-১ গোলে সেলেকাওরা হারিয়েছিল। এদিনের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ছিল। যদিও ব্রাজিল বেশ কয়েকটি ক্ষেত্রে গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। নেইমারের চারটি শটের দুটি রক্ষণে প্রতিহত হয়, দুটি রুখে দেন গোলকিপার শিউচি গন্ডা। লুকাস পাকেতার শট পোস্টে লেগে ফিরে আসে। নেইমারের পাশাপাশি রাফিনহাও ভালো প্রয়াস চালিয়েও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি। জাপানও কয়েকটি সুযোগ তৈরি করে, কিন্তু কাজের কাজ হয়নি। জাপানের রক্ষণের পরীক্ষা প্রথমার্ধের পর চলতে থাকে দ্বিতীয়ার্ধেও।
#Neymar #neymarjr
— Imposter (@uE5BGu1JTLtZz9K) June 6, 2022
Neymar goal vs japan pic.twitter.com/QNFzF0OCm9
ব্রাজিলের একের পর আক্রমণ উঠে আসতে থাকে জাপানের অর্ধে। কয়েকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৬ মিনিটে এন্ডো অবৈধভাবে রিচার্লিসনকে বাধা দিলে পেনাল্টি পায় ব্রাজিল। জয়সূচক গোলটি করেন নেইমার। দেশের হয়ে এটি তাঁর ৭৪তম গোল। জাপানের হয়ে ১৩৫ ম্যাচ খেলে অবসর নিলেন নাগামোতো। এদিন জাপান ব্রাজিলের বিরুদ্ধে দারুণ লড়াই চালিয়েছে। নিজেরা যেমন গোলের সুযোগ তৈরি করেছিল, তেমনই শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে বেশি গোল হজম করতে হয়নি জাপানকে। পেনাল্টি থেকে নেইমারের করা গোলই ফারাক গড়ে দিল। তা ছাড়া জাপানের রক্ষণ ও গোলকিপারও ভালো পারফরম্যান্স উপহার গিয়েছেন। নেইমার বরাবর জাপানের বিরুদ্ধে ভালো খেলেন। এই নিয়ে ষষ্ঠ ম্যাচে জাপানের বিরুদ্ধে নবম গোলটি পেলেন তিনি। একটি অ্যাসিস্টও রয়েছে।