কাশ্মীর অশান্ত, আমরা পণ্ডিতদের পাশে থাকব, বললেন শিব সেনার আদিত্য ঠাকরে

কাশ্মীর উপত্যকায় একের পর এক খুন হচ্ছেন কাশ্মীরি পণ্ডিত ও হিন্দুরা। দ্রুত কাশ্মীর ছেড়ে জম্মু পালিয়ে আস চাইছেন উপত্যকার হিন্দুরা! এবার এ নিয়েই কাশ্মীরি পণ্ডিতদের পাশে থাকার বার্তা দিলেন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। তবে শুধু কাশ্মীরি পণ্ডিতদের পাশে থাকার বার্তায় নয় সঙ্গেই মোদী সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না আদিত্য৷

ঠিক কী বলেছেন আদিত্য?

শিব সেনার যুবরাজ, আদিত্য ঠাকরে বলেছেন, 'আমরা কাশ্মীরি পণ্ডিতদের সমর্থন করি৷ সেখানকার (কাশ্মীরের) পরিস্থিতি বেশ অস্থির। কাশ্মীরি পণ্ডিতদের জন্য আমাদের দরজা সব সময় খোলা। কাশ্মীরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটা দুঃখজনক। আমরা আশা করছি ভারত সরকার কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে। মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে কাশ্মীরে হিন্দুদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়ে আরও বলেন, 'কাশ্মীরের পরিস্থিতির এখনও কোনও উন্নতি হয়নি, আমরা যে দৃশ্য দেখছি তা মোটেও ভালো নয়।'

কাশ্মীরি পণ্ডিতদের জম্মু ফেরা নিয়ে, মোদী সরকারকে তোপ কেজরিওয়ালের!

দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও 'কাশ্মীরি পণ্ডিত'দের ইস্যুতে ভারতীয় জনতা পার্টির নিন্দা করেছেন। তিনি বলেছেন কাশ্মীরি পণ্ডিতদের জন্য কেন্দ্রের কোনো পরিকল্পনা নেই। কেন্দ্রে মোদী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কেজরিওয়াল বলেন, '১৯৯০ সালের যুগ আবার এসেছে। তাদের কোনো পরিকল্পনা নেই। উপত্যকায় যখনই খুন হয়, খবর আসে স্বরাষ্ট্রমন্ত্রী উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন। ইতিমধ্যেই যথেষ্ট সভা হয়েছে, এখন আমাদের কড়া পদক্ষেপ নেওয়া দরকার।' বিজেপির ক্ষমতায় আসা সব সময় কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের সূচনা করে বলে অভিযোগ করেন কেজরিওয়াল৷ আপ প্রধানের বক্তব্য, গত ৩০ বছরে, বিজেপি কাশ্মীরে দুবার ক্ষমতায় ছিল এবং দুবারই কাশ্মীরি পণ্ডিতদের নিজের জমি ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে৷

রাহুল ভাট হত্যায় ভয় ধরিয়েছল কাশ্মীরি পণ্ডিতদের মনে

কেজরিওয়ালের আরও অভিযোগ যে, বিজেপি শুধুমাত্র 'নোংরা রাজনীতি' করছে। রাহুল ভাটকে বুদগামে সন্ত্রাসীরা গুলি করে হত্যার পর প্রতিবাদকারী কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে, বিজেপি প্রশাসন কাশ্মীরি পণ্ডিতদের বিক্ষোভ দমন করার চেষ্টা করেছে। প্রসঙ্গত, রাহুল ভাট, প্রধানমন্ত্রীর প্যাকেজের অধীনে কাশ্মীর উপত্যকায় রাজস্ব বিভাগে কর্মরত একজন কর্মচারী ছিলেন৷ ১২ মে বুদগামের চাদুরাতে তাঁর অফিসের ভিতরে তাঁকে গুলি করে হত্যা করে জঙ্গিরা৷ তারপর থেকেই কাশ্মীরে থাকা হিন্দুদের মধ্যে জম্মু ফেরার প্রবণত বেড়েছে৷ বড় অংশের হিন্দুরা কেন্দ্র সরকারকে অনুরোধও করেছে যাতে দ্রুত তাদের জম্মুতে তাদের স্থানান্তরিত করা হয়৷

নেহরুকেও সমন পাঠাতে পারে ইডি, ন্যশনাল হেরাল্ড নিয়ে কেন্দ্রকে খোঁচা শিবসেনার নেহরুকেও সমন পাঠাতে পারে ইডি, ন্যশনাল হেরাল্ড নিয়ে কেন্দ্রকে খোঁচা শিবসেনার

More HINDU News  

Read more about:
English summary
Kashmir is unsettled, we will stand by the scholars, says Aditya Thackeray of Shiv Sena
Story first published: Sunday, June 5, 2022, 18:21 [IST]