লর্ডসে নিউজিল্যান্ডকে চূর্ণ করল স্টোকসের ইংল্যান্ড, রুটের শতরানে উচ্ছ্বসিত সৌরভ টেস্ট নিয়ে দিলেন কোন বার্তা?

ইংল্যান্ডের কোচ হয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। জো রুটের স্থলাভিষিক্ত হয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এখন বেন স্টোকস। স্টোকস-ম্যাকালাম জুটির শুরুটা লর্ডসে স্মরণীয় হয়ে রইল জো রুটের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যেই। টেস্ট শেষ হতে চতুর্থ দিনের মধ্যাহ্নভোজ অবধিও অপেক্ষা করতে হলো না। টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের পাঁচ উইকেটে হারাল ইংল্যান্ড।

লর্ডসে ইংল্যান্ডের জয়

লর্ডসে সিরিজের প্রথম টেস্ট জিততে ইংল্যান্ডের দরকার ছিল ২৭৭ রান। তৃতীয় দিনের শেষে স্কোর ছিল পাঁচ উইকেটে ২১৬। আজ ১৩.৫ ওভারেই বাকি রান তুলে নিল ইংল্যান্ড। গতকাল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট অপরাজিত ছিলেন ৭৭ রানে। ১৭০ বলে ১১৫ রানে অপরাজিত থাকলেন তিনি। মেরেছেন ১২টি চার। এরই ফাঁকে এদিন তিনি পেরিয়ে গেলেন টেস্টে ১০ হাজার রানের মাইলস্টোন।

অনবদ্য জো রুট

চলতি বছরে তৃতীয় শতরান এলো রুটের ব্যাট থেকে। ১১৮টি টেস্টে তাঁর রান এখন ১০ হাজার ১৫। গড় ৪৯.৫৭, ২৬টি শতরান ও ৫৩টি অর্ধশতরান রয়েছে রুটের নামের পাশে। বিশ্বের ১৪ নম্বর ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন রুট। টেস্টে সবচেয়ে বেশি রান সচিন তেন্ডুলকরের (১৫,৯২১)। এরপর ক্রমান্বয়ে রয়েছেন রিকি পন্টিং, জ্যাক কালিস, রাহুল দ্রাবিড়, অ্যালেস্টেয়ার কুক, কুমার সঙ্গকারা, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপল, মাহেলা জয়বর্ধনে, অ্যালান বর্ডার, স্টিভ ওয়া, সুনীল গাভাসকর ও ইউনিস খান। রুটের ঠিক আগে ইউনিস খানের রান ১০০৯৯, গাভাসকরের ১০১২২।

উচ্ছ্বসিত সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডস টেস্টের সেরার পুরস্কার পাওয়া রুটের উচ্ছ্বসিত প্রশংসা করে টুইটে লিখেছেন, জো রুট...চাপের মুখে কী অসাধারণ ইনিংস খেললেন! অসাধারণ প্লেয়ার, সর্বকালের সেরাদের একজন। সৌরভ লর্ডস টেস্টের দিকে নজর রেখেছিলেন প্রথম দিন থেকেই। লর্ডসে লাল বলের স্যুইং দেখে মুগ্ধ হয়ে টুইট করেছিলেন। টেস্ট ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে যখন অনেকেই সন্দিহান, তখন এই ফরম্যাটের হয়ে ব্যাট করলেন লর্ডসে অভিষেকেই শতরানকারী সৌরভ।

টেস্টের হয়ে ব্য়াটিং

সৌরভ টুইটে লেখেন, যে কোনও রংয়ের জার্সিতে যে কোনও ফরম্যাটই কেউ খেলুক না কেন, কোনও কিছুই টেস্ট ক্রিকেটকে হারাতে পারবে না। অন্য কোনও ফরম্যাটের সঙ্গে এর কোনও তুলনাই চলে না। টেস্টকে স্বগৌরবে বাঁচিয়ে রাখতে সকলকে আহ্বানও জানান মহারাজ। উল্লেখ্য, বর্তমান আইসিসি চেয়ারম্য়ান বলেছেন, আগামী ১০-১৫ বছরে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া সব দেশেরই টেস্ট খেলার সংখ্যা কমবে আর্থিক বিষয়টিকে গুরুত্ব দিতে। সৌরভ পরবর্তী চেয়ারম্যান হতে পারেন বলে জল্পনা চলছে। তাই টেস্টকে বাঁচিয়ে রাখতে সৌরভ যে রণকৌশল সাজাচ্ছেন তা স্পষ্ট তাঁর এই টুইটে। আগামী মাসে আইসিসির বার্ষিক সাধারণ সভাতেও টেস্টকে অক্সিজেন দিতে কোনও পদক্ষেপ সামনে আসতেই পারে।

A hero's welcome for @Root66! 👏

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 #ENGvNZ 🇳🇿 pic.twitter.com/V7wa3aJt1a

— England Cricket (@englandcricket) June 5, 2022

📝 🙌 ❤️

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 #ENGvNZ 🇳🇿 | @root66 pic.twitter.com/L0WBr58JDs

— England Cricket (@englandcricket) June 5, 2022

More SOURAV GANGULY News  

Read more about:
English summary
Sourav Ganguly Hails Joe Root And Bats For Test Cricket. Root Remains Unbeaten On 115 By Completing 10,000 Test Runs, England Beat New Zealand In Lord's Test.