Weather update: বর্ষার বৃষ্টিতে কি মিলবে গরম থেকে মুক্তি? জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

অবশেষে বর্ষা এলো বঙ্গে। কিন্তু কিছুতেই কমছে না গুমোট গরম। আজ থেকেই একাধিক জেলায় শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি। বর্ষণের কারণে সাময়িক স্বস্তি হয়তো মিলবে কিন্তু গরম কমবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী বর্ষণ হবে।

কলকাতায় হাসফাঁস করা গরম

বঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। নির্ধারিত সময়েরর আগেই বর্ষার অনুপ্রবেশ ঘটেছে। আবহাওয়া দফতর জানিয়েছে স্বাভাবিক বর্ষাই হবে এবার দেশে। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম আর কাটছে না। রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। তার সঙ্গে গুমোট গরম। এই গরমের ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিকেলের দিকে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাতে সাময়িক ভাবে তাপমাত্রার পারদ কমবে। কিন্তু পাকাপাকি ভাবে অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলবে না।

ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গে বর্ষা প্রবেশ করে প্রথমে উত্তরবঙ্গে। হিমালয়ে ধাক্কা খেয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠে। তার প্রভাবেই উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বর্ষণ হবে। দার্জিলিং, কালিম্পং, সিকিম সহ একাধিক জায়গা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে দফায় দফায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

তাপপ্রবাহের সতর্কতা জারি

একদিকে যখন পূর্ব ভারতের রাজ্যগুলিতে সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। অন্যদিকে তেমনই পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ৪৭ িডগ্রি পরন্ত তাপমাত্রার পারদ চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ চড়বে। পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী ২-৩ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দশ তারিখের পর থেকে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বর্ষণ শুরু হবে বলে জানিেয়ছে হাওয়া অফিস।

আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে

আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রবল অস্বস্তি বজায় রয়েরবিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিেয়ছে হাওয়া অফিস। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ চড়ছে।

More WEATHER News  

Read more about:
English summary
Weather forecast