AFC Asian Cup qualifier: কোথায়, কখন ভারত বনাম কম্বোডিয়াম ম্যাচের টিকিট পাবেন, টিকিটের দামই বা কত?

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী চূড়ান্ত পর্বে আর কয়েক দিনের মধ্যেই মাঠে নামবে ভারতেয় দল। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার জন্য ভারতীয় দলকে মুখোমুখি হতে হবে আফগানিস্তান, কম্বোডিয়া এবং হংকং-এর। ভারতের প্রথম ম্যাচ কম্বোডিয়ার বিরুদ্ধে, এক ঝলকে দেখে নিন কোথা থেকে এই ম্যাচের টিকিট পাবেন।

কম্বোডিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচের টিকিট কোথায় পাওয়া যাবে:

ভারত বনাম কম্বোডিয়া এই ম্যাচের জন্য টিকিটের চাহিদা তুঙ্গে। অন-লাইনে এই টিকিট কাটতে পারবেন Bookmyshow.com থেকে। ৬ জুন পর্যন্ত এই টিকিট কাটতে পারেন। অফ লাইনেও এই টিকিট কাটতে পারবেন। অফ লাইন টিকিট পাবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস থেকে এবং আইএফএ অফিস থেকে। ৭ জুন সকাল ১০'টা থেকে বিকেল ৪'টা পর্যন্ত এই টিকিট কাটা যাবে। ৮ জুন সকাল ১০'টা থেকে দুপুর ৩'টে পর্যন্ত বিনামূল্যে টিকিট পাওয়া যাবে।

টিকিটের হাহাকার:

কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী মূল পর্ব শুরু করবে ভারত। এই ম্যাচটির জন্য টিকিটের হাহাকার সর্বোত্র। ৮৫ হাজারের যুব ভারতীতে খেলা হলেও একাধিক কারণে টিকিট ছাড়া হয়েছে মাত্র ১২ হাজার থেকে ১৫ হাজার। পরবর্তীতে তা বাড়িয়ে ২০ হাজার করা হতে পারে। কিন্তু দেশের ম্যাচ তাও ভারতের ফুটবল রাজধানী কলকাতায় সেখানে এত কম টিকিট হলে চলে না। ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। কিন্তু অন-লাইনে টিকিট সোল্ড আউট দেখাচ্ছে বলে দাবি তাঁদের। তবে, এআইএফএফ একটি বিবৃতিতে জানিয়েছে, তিনটি ম্যাচের টিকিটেরই কোনও অভাব হবে না।

সমর্থকদের মাঠ ভরানোর অনুরোধ সুনীল ছেত্রীর:

একটি ভিডিও বার্তায় সুনীল ছেত্রী বলেছেন, "আমি আপনাদের সত্যিই ভালবাসি। শেষ বার আমরা এখানে এসেছিলাম, বাংলাদেশের বিরুদ্ধে আমরা খেলেছিলাম। পঞ্চাশ হাজারের উপর সমর্থক মাঠে ছিল। আমি বলে বোঝাতে পারবো না কতটা খুশি আমরা হয়েছিলাম। যেই রমক সাপোর্ট পেয়েছিলাম ওই রকম ফলাফল হয়নি। কিন্তু প্লিজ আবার আসুন। আমরা নিজেদের সেরাটা দেব। আপনারা যদি আমাদের পিছনে থাকেন আমরা আরও ভাল করবো। যে তিনটি দল আমাদের বিরুদ্ধে খেলবে, সেই তিনটি দলকে আমাদের এবং আপনাদের বিরুদ্ধে এক সঙ্গে খেলতে দিন। আপনারা যদি ফাঁকা থাকেন তা হলে আসুন। আমরা আপনাদের সুখকর অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করবো।"

ভারতের খেলার সময় সূচি:

৮ জুন ভারতীয় দল খেলবে কম্বোডিয়ার বিরুদ্ধে। ১১ জুন সুনীল ছেত্রীদের খেলা আফগানিস্তানের বিরুদ্ধে। শেষ ম্যাচটি ভারত খেলবে ১৪ জুন হংকং-এর বিরুদ্ধে। প্রতিটি ম্যাচই খেলা হবে রাত সাড়ে ৮'টা থেকে।

More KOLKATA News  

Read more about:
English summary
AFC Asian Cup 2022: All you need to know about the details of Ticket for India vs Cambodia match.
Story first published: Saturday, June 4, 2022, 19:35 [IST]