পিপিই কিটের জন্য বরাত দিয়েছেন নিজের আত্মীয়দের! অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আপের

অসমের (Assam) মুখ্যমন্ত্রী (Chief Minister) হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব দিল্লির (Delhi) উপমুখ্যমন্ত্রী তথা আপ (AAP) নেতা মনীশ সিসোদিয়া (Manish sisodia)। এদিন তিনি অসমে পিপিই কিট নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

মুখ্যমন্ত্রীর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ

এদিন সাংবাদিক সম্মেলনে দিল্লির উপমুখ্যমন্ত্রী বলেন, ২০২০-তে যখন সারা দেশে কোভিড মহামারীর আকার নেয়, সেই সময় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী শর্মা তাঁর স্ত্রী ও ছেলের ব্যবসায়িক
অংশীদার ফার্মকে বাজারের থেকে বেশি দামে পিপিই কিটচ সরবরাহের বরাত দিয়েছিলেন। যা নিয়ে সরকারি চুক্তিও হয়েছিল।

হুঁশিয়ারি দিয়েছিলেন কেজরিওয়াল

দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। সেই সময়ই তিনি বলেছিলেন,বিজেপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে বড় আকারের দুর্নীতির চিত্র প্রকাশ করবেন তারা। এরপর এদিন আপের তরফ থেকে উপমুখ্যমন্ত্রী পিপিই কিট দুর্নীতির অভিযোগ তুললে।

৬০০ টাকার জায়গায় দাম ৯৯০

দিল্লির উপমুখ্যমন্ত্রী মিডিয়া রিপোর্টের কথা উল্লেখ করে বলেছেন, যেই সময় অসম সরকার যে সময় অন্য কোম্পানির কাছ থেকে প্রতি পিস পিপিই কিট কিনেছিল ৬০০ টাকা করে, সেই সময়েই
তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী শর্মা তাঁর স্ত্রী ও ছেলের ব্যবসায়িক অংশীদার ফার্ম থেকে জরুরি সরবরাহের আদেশের কথা বলে ৯৯০ টাকা দরে পিপিই কিট কিনেছিলেন। তিনি আরও অভিযোগ করেছেন,
বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর ফার্ম অন্য কোনও চিকিৎসা সরঞ্জাম কেনার সঙ্গে যুক্ত নয়।

সিসোদিয়া আরও বলেছেন যদিও শর্মার ফার্মকে দেওয়া চুক্তিটি বাতিল করা হয়েছিল কারণ সংস্থাটি পিপিই কিট সরবরাহ করে উঠতে পারেনি। অন্যদিকে নিজের ছেলের ব্যবসায়িক অংশীদার ফার্মকেকিট পিছু ১৬৮০ টাকা দর দিয়ে অপর একটি আদেশ দেওয়ার অভিযোগও তিনি তুলেছেন।

সিসোদিয়া দলের নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আপ নেতাদের বিরুদ্ধে বি,জেপির সব অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছে। তিনি বলেছএন সত্যেন্দ্র জৈন শীঘ্রইজেল থেকে বেরিয়ে আসবেন। তিনি কটাক্ষ করে বলেছেন বিজেপির সদস্যরা নিজেদের শাসিত রাজ্যগুলিতে দুর্নীতি নিয়ে নীরব।

ফৌজদারি মানবানির মামলার হুঁশিয়ারি

যদিও সব অভিযোগ খণ্ডন করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি আপনেতার বিরুদ্ধে ফৌজদারি মানহানিচর মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা অসমের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তাঁর স্ত্রী মানুষের জীবনবাঁচাতে সরকারকে ১৫০০ পিপিই কিট দান করেছিলেন। তিনি বলেছেন মহামারীর খারাপ সময়ে অসমে খুব কম পরিমাণ পিপিই কিট ছিল। তাঁর স্ত্রী এগিয়ে এসে সরকারকে সাহায্য করেছিলেন।

বিজেপির ৮০ শতাংশ নেতা-নেত্রী তৃণমূলে পা বাড়িয়ে! ভাঙন-জল্পনা উসকে দিলেন কুণালবিজেপির ৮০ শতাংশ নেতা-নেত্রী তৃণমূলে পা বাড়িয়ে! ভাঙন-জল্পনা উসকে দিলেন কুণাল

More AAP News  

Read more about:
English summary
AAP's Manish sisodia targets Assam CM Himanta Biswa Sarma on PPE kit Corruption
Story first published: Saturday, June 4, 2022, 20:32 [IST]