ওড়িশায় সব মন্ত্রীর পদত্যাগ! রবিবার শপথ নবীন পট্টনায়েকের নতুন মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (naveen patnaik) নির্দেশে এদিন ওড়িশা (odisha) রাজ্য মন্ত্রিসভার (council of minister) সব সদস্য পদত্যাগ করেছেন। রবিবার নতুন মন্ত্রিসভা শপথ নেবে। ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে দলকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করতে নবীন পট্টনায়েকের বড় পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ওড়িশা মন্ত্রিসভার ২০ জন সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বিধানসভার স্পিকার সূর্যনারাযণ পাত্রও পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে।
পরিকল্পনা, বাণিজ্য ও পরিবহণমন্ত্রী পদ্মনাভ বেহেরা, তথ্য ও জনসংযোগ এবং জলসম্পদমন্ত্রী রভুনন্দন দাস, ইস্পাত ও খনি ও পূর্তমন্ত্রী প্রফুল্ল কুমার মল্লিক, উন্নয়ন ও কারিগরি শিক্ষামন্ত্রী প্রেমানন্দ নায়ক পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।

রবিবার নতুন মন্ত্রিসভার শপথ

রবিবার ১১.৪৫-এ রাজভবনের কনভেনশন হলে নতুন মন্ত্রীরা শপথ নেবেন বলে জানা গিয়েছে। প্রদীপ আমাত এবং লতিকা প্রধান মন্ত্রীর পদ পেতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে।

যাঁরা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন

রবিবার ওড়িশা মন্ত্রিসভায় যাঁরা স্থান পেতে পারেন, তাঁদের মধ্যে রয়েছেন, কেওনঝড় থেকে বদ্রীনারায়ণ পাত্র, কেন্দ্রপাড়া থেকে অতনু সব্যসাচী নায়ক, ময়ূরভঞ্জ থেকে বাসন্তী হেমব্রম, বালাসোর থেকে অশ্বিনী পাত্র।

সর্বোচ্চ ব্যবধানে উপনির্বাচনে জয়ের পরেই সিদ্ধান্ত

শুক্রবার ওড়িশায় ক্ষমতাসীন বিজেডি ব্রজরাজনগর বিধানসভার উপনির্বাচনে ৬৬, ১২২ ভোটে জয়লাভ করে। জয়ী গন অলোকা মোহান্তি। কংগ্রেস দ্বিতীয় এবং বিজেপি তৃতীয়স্থান পায় ব্রজরাজনগরের বিধায়ক কিশোর মোহান্তির মৃত্যুর পরে তাঁর স্ত্রীকেই প্রার্থী করে বিজেডি। ২০১৯ সাল থেকে ওড়িশায় হওয়া সব উপনির্বাচনের মধ্যে এই কেন্দ্রের ব্যবধান এখনও পর্যন্ত সর্বোচ্চ।

আরও কম নম্বরে নেওয়া যাবে বিজ্ঞান! উচ্চমাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল সংসদআরও কম নম্বরে নেওয়া যাবে বিজ্ঞান! উচ্চমাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল সংসদ

More ODISHA News  

Read more about:
English summary
All ministers of Odisha resigns new council of ministers will take oath on Sunday