কলকাতাবাসীকে মাঠ ভরানোর আবেদন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর

যে কোনও খেলায় সমর্থকেরাই উজ্জীবিত করে খেলোয়াড়দের। ফাঁকা গ্যালারিতে খেলার তাগিদ পাননা কেউই। কিন্তু গ্যালারি ভর্তি সমর্থকের শব্দব্রহ্ম যখন শোনা যায় তখন নিজেদের সর্বস্য দিয়ে লড়াইয় করেন একজন খেলোয়াড়।
ক্রিকেট প্রধান দেশ হলেও ফুটবলকে ঘিরে কম উন্মাদনা নেই ভারতে।

বিশেষ করে কলকাতা পরিচিত ফুটবলের 'মক্কা' হিসেবে। এখানেই বসতে চলেছে এখানেই আয়োজিত চলেছে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত যোগ্যতা অর্জনকারী পর্বের গ্রুপ 'ডি'-এর ম্যাচগুলি। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে অংশ করে নেওয়ার লক্ষ্যে ভারত ছাড়াও কলকাতায় খেলবে আফগানিস্তান, কম্বোডিয়া এবং হংকং।

এই তিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে সমর্থকদের মাঠ ভড়ানোর অনুরোধ করলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীবল ছেত্রী। এআইএফএফ-এর মিডিয়া টিমের মাধ্যমে ভারতের ম্যাচগুলিতে স্টেডিয়াম ভরানোর অনুরোধ গোটা দেশবাসীর কাছে রেখেছেন সুনীল ছেত্রী।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জয়জয়কার, ম্যান ইউ তারকা এবার পেলেন কোন পুরস্কার?ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জয়জয়কার, ম্যান ইউ তারকা এবার পেলেন কোন পুরস্কার?

এ দিন ভিডিও বার্তায় ভারতীয় দলের অধিনায়ক বলেন, "আমি আপনাদের সত্যিই ভালবাসি। শেষ বার আমরা এখানে এসেছিলাম, বাংলাদেশের বিরুদ্ধে আমরা খেলেছিলাম। পঞ্চাশ হাজারের উপর সমর্থক মাঠে ছিল। আমি বলে বোঝাতে পারবো না কতটা খুশি আমরা হয়েছিলাম। যেই রমক সাপোর্ট পেয়েছিলাম ওই রকম ফলাফল হয়নি। কিন্তু প্লিজ আবার আসুন।

আমরা নিজেদের সেরাটা দেব। আপনারা যদি আমাদের পিছনে থাকেন আমরা আরও ভাল করবো। যে তিনটি দল আমাদের বিরুদ্ধে খেলবে, সেই তিনটি দলকে আমাদের এবং আপনাদের বিরুদ্ধে এক সঙ্গে খেলতে দিন। আপনারা যদি ফাঁকা থাকেন তা হলে আসুন। আমরা আপনাদের সুখকর অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করবো।"

কম্বডিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য ১২ হাজার থেকে ১৫ হাজার টিকিট ছাড়া হয়েছে। এই টিকিট পাওয়া যাবে যুবভারতীয় ক্রীড়াঙ্গনের বক্স এফসি থেকে এবং আইএফএ-এর দফতর থেকে।

More KOLKATA News  

Read more about:
English summary
India skipper Sunil Chhetri requests to fans to come at the stadium in AFC Asian Cup Qualifiers to support them
Story first published: Saturday, June 4, 2022, 19:17 [IST]