টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে চাপে থাকবে পাকিস্তান, কারণ বিশ্লেষণ করে দাবি শোয়েব আখতারের

বিশ্বকাপে বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে ভারতীয় ক্রিকেট দল। ব্যতিক্রম গত বছর অনুষ্ঠিত টি ২০ বিশ্বকাপে। পাকিস্তানের বোলাররা ভারতকে ৭ উইকেটে ১৫১ রানের বেশি এগোতে দেয়নি। এরপর ১৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে জয় নিশ্চিত করেন অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। তবে এবারের টি ২০ বিশ্বকাপে পাকিস্তানই চাপে থাকবে বলে দাবি করলেন প্রাক্তন পাক স্পিডস্টার শোয়েব আখতার।

একটি ক্রীড়া ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার জানিয়েছেন, তাঁর ধারণা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই প্রথম একাদশ এবার চূড়ান্ত করবে ভারত। যেখানে কোন ক্রিকেটারের ভূমিকা কী হবে তা আগাম স্পষ্ট করা হবে। হঠকারীভাবে কোনও দল গঠন করা হবে না। শোয়েব বলেন, ম্যানেজমেন্টের সতর্কভাবে দল চূড়ান্ত করা উচিত। আমার দৃঢ় বিশ্বাস ভারত সেরা বা সলিড দল নিয়েই নামবে। এবার আর কার্যত ওয়াকওভার পাবে না পাকিস্তান।

শোয়েবের দাবি, ভারত যদি সঠিকভাবে দল গঠন করতে পারে তাহলে তাদের পাকিস্তানকে হারানোর ভালোরকম সম্ভাবনাই রয়েছে। যদিও এখনও শক্তির নিরিখে দুই দলই প্রায় একইরকম জায়গায় রয়েছে। ফলে এত আগাম সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। মেলবোর্নের এমসিজিতে ভারত-পাকিস্তান ম্যাচটি হবে। বিক্রি শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সব টিকিট নিঃশেষিত। ফলে বোঝাই যাচ্ছে, কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে উপভোগ্য ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

শোয়েব আখতার বলেন, এমসিজির উইকেট খুব ভালো। ভারতের বিরুদ্ধে ম্যাচ জিততে প্রথমে ব্যাট করাই পাকিস্তানের পক্ষে সুবিধাজনক হবে। স্টেডিয়ামে ১ লক্ষ দর্শকের মধ্যে ৭০ হাজার দর্শকের সমর্থন ভারতের দিকেই থাকবে বলে মনে করছেন শোয়েব। সবমিলিয়ে পাকিস্তানের উপরই বেশি চাপ থাকবে বলে ধারণা তাঁর।

More ICC News  

Read more about:
English summary
Shoaib Akhtar Predicts Pakistan Will Be Under Pressure Against India In The T20 World Cup. India Will Face Arch Rival Pakistan On 23rd October In Melbourne.
Story first published: Saturday, June 4, 2022, 17:04 [IST]