মহমেডানের সঙ্গে চুক্তি বৃদ্ধি মার্কাস জোসেফের, জেরিকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে লড়াই জন আব্রাহামের দলের

মরসুম শেষ হওয়ার পরই দলের প্রাণ ভোমরা মার্কাস জোসেফ'কে ধরে রাখার জন্য আলোচনা শুরু করেছিল মহমেডান কর্তারা। এই মরসুমে মহমেডান যা সাফল্য পেয়েছে তার প্রধান কাণ্ডারী মার্কাস। দীর্ঘ ৪১ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান।

অল্পের জন্য হাতছাড়া হয়েছে আই লিগ এবং ডুরান্ড কাপ। এই দুই টুর্নামেন্টে রানার্স হয়ে শেষ করতে হয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবটিকে। তাই নতুন মরসুমের দল গোছানোর আগে মার্কাসের সঙ্গে কথা বলা শুরু করে সাদা-কালো রিক্রুাটাররা। ক্লাবের দেওয়া অফার পছন্দ হয়েছে মার্কাসের এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন আরও এক বছর লাল সরণির ক্লাবটির হয়ে খেলার।

গোকুলাম কেরলে দুই মরসুম কাটানোর পর ২০২১-২২ মরসুমে মহমেডান স্পোর্টিং-এ যোগ দেন মার্কাস। মালাবারিয়ানসদের হয়ে ৩০ ম্যাচে ৩০টি গোলের ক্ষেত্রে নিজের অবদানরেখেছিলেন জোসেফ। ২৫টি গোলে করেন তিনি এবং ৫টি অ্যাসিস্ট করেন। কালিকটের ক্লাবটির হয়ে আই লিগ খেতাবও তিনি জেতেন।

গত বারের মতো এই বারও আই লিগে মহমেডানের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতে নেন। এই মুহূর্তে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্ট্রাইকার ন্যাশনাল ডিউটিতে জাতীয় দলের সঙ্গে রয়েছেন।

অপর দিকে, জেরি লালরিনজুয়ালাকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে ইস্টবেঙ্গল এবং নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে। জেরিকে দলে পেতে ঝাঁপিয়ে ইস্টবেঙ্গল ক্লাব। তাঁর এজেন্টের সঙ্গে এক প্রস্থ কথা হয়ে গিয়েছে। অপর দিকে, মিজোরামের এই ফুটবলারকে পেতে নর্থইস্টও আসরে নেমেছে। তবে, পাহাড়ি এই ফুটবলার কোন দলকে বেছে নেবে তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর অনুযায়ী, জন আব্রাহামের মালিকানাধীন নর্থইস্ট ইউনাইটেডের দিকে জেরি কিছুটা ঝুঁকে।

More MOHAMMEDAN SPORTING News  

Read more about:
English summary
Marcus Joseph extended contract with Mohammedan Sporting. NorthEast United is in the race with East Bengal to get Jerry.
Story first published: Saturday, June 4, 2022, 20:21 [IST]