প্যারালিম্পিকে জোড়া পদক জয়ী সিংহরাজ আধানাকে দেখা যাবে না আসন্ন প্যারা শুটিং বিশ্বকাপে। শুধু একা আধানা নন, তাঁর সঙ্গে এই ইভেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় প্যারা শুটিং দলের সঙ্গে যুক্ত অপর পাঁচ সদস্য। ভারত সরকারের হস্তক্ষেপ স্বত্ত্বেও তাঁদের ফ্রান্সে যাওয়ার ভিসা দেওয়া হয়নি।
টোকিও প্যারালিম্পিকে সোনা জয়ী শুটার অবনী লেখারা টুইট করে তাঁর মা এবং কোচের ভিসার আবেদন বাতিল হয়ে যাওয়ায় সাহায্য প্রার্থনা করেন।পিটিআই-কে ভারতীয় প্যারা শুটিং-এর প্রধান কোচ তথা চেয়ারম্যান জয় প্রকাশ নটিয়াল জানিয়েছেন, লেখারা এবং তাঁর কোচ মানপাট ভিসার সমস্যা মিটি গিয়েছে কিন্তু এখনও তাঁর মায়ের ভিসা সমস্যা একই স্তরে রয়েছে। তিনি বলেন, "অবনী এবং তাঁর কোচের ভিসা ক্লিয়ার হয়ে গিয়েছে কিন্তু তাঁর মা এখনও ভিসা পাননি। এছাড়া তিন প্যারা শুটার- সিংহরাজ, রাহুল ঝাকহার এবং দিপীন্দর সিং এবং দুই প্রশিক্ষক- সুভাষ রানা এবং বিবেক সাইনি তাঁদের ভিসা পাননি।"
এয়ারপোর্ট থেকেই তাঁর আরও সংযোজন, "ফরাসি দূতাবাস ভিসা বাতিলের জন্য কোনও কারণ দেখায়নি, শুধু বলেছে ভিসা প্রচুর আবেদন রয়েছে। ২৩ এপ্রিল আমরা ভিসার জন্য আবেদন করি এবং ভিসা পাওয়ার বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম। বিদেশমন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে হস্তক্ষেপ করেছে আমাদের সাহায্য করার জন্য কিন্তু তবুও ছয় সদস্যের ভিসা বাতিল হয়েছে।"
লিয়াম লিভিংস্টোনের বিরাট ছক্কা ভাইরাল, স্টেডিয়ামের বাইরে গিয়ে বল কোথায় পড়ল? দেখুন ভিডিও
৪ জুন থেকে ১৩ জুন পর্যন্ত এই ইভেন্ট আয়োজিত হবে ফ্রান্সে। ভারতীয় প্যারাশুটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট এটি কারণ এই ইভেন্টে পারফরম্যান্স প্যারিসে প্যারা অলিম্পিতে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে বিবেচনা করা হবে। এখন ২২ সদ্যের দল যাচ্ছে প্যারিসে। যার মধ্যে রয়েছে ১৪ জন শুটার।