শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই নয়, কলেজে ভর্তির ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। এতদিন পর্যন্ত কলেজে কলেজে পৃথকভাবে ভর্তির প্রক্রিয়া চলত। আর সে ক্ষেত্রে ইউনিয়নের প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে আগে। আর সেই অভিযোগ কাটাতে এবার ভর্তি প্রক্রিয়া আমুল বদলে ফেলতে চলেছে সরকার।
পরিকল্পনা ছিল অনেক দিন ধরেই, আজ বৃহস্পতিবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিলেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু এ কথা জানিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ বছর থেকেই শুরু হচ্ছে সেই প্রক্রিয়া। এবার থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি করা হলে কলেজগুলিতে।
শিক্ষা দফতরে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন ব্রাত্য, তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্যরা কলেজের পরিকাঠামো সংক্রান্ত তথ্য় পেশ করেছেন বৈঠকে। প্রত্যেকেই অনলাইনে ভর্তির ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন ব্রাত্য বসু। তাঁর দাবি এভাবেই ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আসবে।
তবে ব্রাত্য বসু জানিয়েছেন, সব কলেজে একই নিয়ম হলেও স্বশাসিত কলেজ বা বিশ্ববিদ্যালয় যেমন যাদবপুর, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশনের মত প্রতিষ্ঠানগুলি এর আওতায় পড়বে না। যে কলেজ প্রবেশিকা পরীক্ষা নিতে চায় তারা নিতে পারবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ভর্তি প্রক্রিয়ার জন্য একটাই পোর্টাল থাকবে রাজ্যে। উচ্চ শিক্ষা সংসদের আওতাধীন সেই পোর্টালের মাধ্যমেই করতে হবে আবেদন। পছন্দের বিশ্ববিদ্যালয় সেখান থেকে বেছে নিতে পারবেন পড়ুয়ারা। নতুন প্রক্রিয়ায় কোনও শিক্ষার্থী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কোনও কলেজে ভর্তি হতে চাইলে আবেদন করতে হবে মূল ওয়েবসাইটে।
বিশ্ববিদ্য়ালয় ভিত্তিক প্রতি বিষয়ে মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই মেধাতালিকা অনুযায়ী কলেজ পছন্দ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। পরে কাউন্সেলিংয়ের ভিত্তিতে সেই কলেজে ভর্তি হতে পারবেন ওই পড়ুয়া।