সুদের হার ইপিএফে আরও কমাল মোদী সরকার! ৭৭ সালের পর সবথেকে কম

নিম্ন এবং মধ্যবিত্তের সঞ্চয়ে ফের কোপ মোদী সরকারের। আরও একবার ইপিএফে সুদের হার কমানোর সিদ্ধান্ত। আজ শুক্রবার ইপিএফও'র সুদের হার ৮.১ শতাংশ করায় সায় দিল কেন্দ্রীয় সরকার। যা আগে ছিল ৮.৫ শতাংশ। এক ধাক্কায় অনেকটাই কমল এই সুদের হার। যা মধ্যবিত্তের উপর চাপ বাড়বে বলেই আশঙ্কা অর্থনীতিবিদদের।

বিশেষ করে যখন সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া সেই সময়ে পিএফের সুদের হার কমানোর সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অনুমোদনের পরে সুদের হার জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। মার্চ মাসেই EFPO-এর তরফে ২০২১-২২ অর্থবছরের জন্যে কর্মচারীদের পিএফ ফান্ডের সুদের হার ৮.১ শতাংশ করে দেওয়া কথা বলেছিল। যা চার দশকের মধ্যে সর্বনিম্ন। যদিও আগে এই সুদের হার ছিল ৮.৫ শতাংশ। অর্থনীতির কারবারিরা বলছেন, ১৯৭৭-৭৮ অর্থবছরের পর অবসর তহবিলে জমা করা সর্বনিম্ন সুদের হার। সেই বছর ইপিএফএ সুদের হার ছিল ৮ শতাংশ।

সুদের হার কীভাবে ক্যালকূলেশন হয়-

বলে রাখা প্রয়োজন, বছরে ইপিএফ স্কিমে (epfo interest rate) সুদের হার ঠিক করা হয়ে থাকে। সুদের হার বাজারের উপর নির্ভর করে থাকে। শুধু তাই নয়, অর্থমন্ত্রক এই বিষয়ে সমীক্ষা চালায়। 2021-22 আর্থিক বছরে সুদের হার সুদের হার 8.1 শতাংশ রাখা হয়েছিল। EPFO তার বার্ষিক আয়ের 85 শতাংশ সরকারী সিকিউরিটিজ এবং বন্ড সহ ডেবিট উপকরণে এবং 15 শতাংশ ইটিএফ-এর মাধ্যমে ইক্যুইটিতে বিনিয়োগ করে৷ ডেবিট এবং ইক্যুইটি উভয় থেকে আয় সুদের অর্থপ্রদান গণনা করতে ব্যবহৃত হয়।

ইপিএফও'র নিয়ম আসলে কি?

বলে রাখা প্রয়োজন, কর্মচারীদের বেসিক বেতন এবং মহার্ঘ ভাতা যোগ করে গঠিত পরিমাণের 12% তার পিএফ অ্যাকাউন্টে জমা হয়। সংস্থার ১২ শতাংশ কন্ট্রিবিউশনের মধ্যে 3.67 শতাংশ কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে জমা হয়ে থাকে। আর বাকি 8.33 শতাংশ কর্মচারী পেনশন স্কিমে (EPS) জমা হয়ে থাকে বলে জানা যাচ্ছে। জেনে রাখা জরুরি যে, কোম্পানির অবদান দুটি ভাগে বিভক্ত, একটি অংশ পেনশন তহবিলে অর্থাত্ EPS এবং অন্য অংশ EPF-এ যায়৷

তবে এবার যেভাবে ফের একবার সুদের হার ইপিএফে কমানো হল তাতে ক্ষুব্ধ কর্মচারীরা। জানা যাচ্ছে, খুব শিঘ্রই পিএফ অ্যাকাউন্টে সুদের হার জমা হতে চলেছে। এমনটাই অর্থমন্ত্রক সুত্রে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও অর্থমন্ত্রক সুত্রে কিছু জানানো হয়নি।

More EPF News  

Read more about:
English summary
Interest on EPFO lowest since 1977-78 financial year