জম্মু–কাশ্মীরে টার্গেট কিলিংয়ের বাড়বাড়ন্ত, দিল্লিতে বৈঠক করছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

জম্মু-কাশ্মীরের সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করতে দিল্লিতে উচ্চ-পর্যায়ের বৈঠক করছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ উপত্যকায় টার্গটে কিলিং বেড়ে যাওয়া নিয়ে এই বৈঠক। গত তিনমাসে জঙ্গিদের হাতে পৃথক পৃথক ঘটায় কিছু পরিযায়ী সহ কমপক্ষে ১৬ জন সাধারণ নাগরিককে টার্গেট কিলিং করা হয়েছে। এই তিনমাসে জঙ্গিরা টার্গেট হামলা ১৬ জন সাধারণ নাগরিককে হত্যা করেছে, যার মধ্যে ১০ জন কাশ্মীরি মুসলিম এবং ৬ জন হিন্দু রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের নর্থ ব্লকে এই বৈঠক এখন চলছে। এই বৈঠকে যোগ দিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা জাতীয় সুরক্ষা উপদেষ্টা (‌এনএসএ)‌ অজিত ডোভাল, সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অমিত কুনার ভাল্লা, ডিজি সিআরপিএফ কুলদীপ সিং, বিএসএফ প্রধান পঙ্কজ সিং, জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ লিং সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

১৫ দিনের কম সময়ের মধ্যে এই ধরনের বৈঠক দ্বিতীয়বার হল, যখন কাশ্মীরে টার্গেট হত্যা বাড়বাড়ন্ত রূপ নিয়েছে। কাশ্মীরে এই লাগাতার হত্যাকাণ্ড কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার শ্রীনগর এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অন্যান্য অংশে শত শত কাশ্মীরি পণ্ডিত বিক্ষোভে সামিল হন। অনেকেই উপত্যকা ছেড়ে যেতেও শুরু করেছেন।

কাশ্মীরের কুলগামে এক ব্যাঙ্ক ম্যানজারকে খুন করার পরই বৃহস্পতিবার ডোভাল অমিত শাহের সঙ্গে দেখা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বুদগাম জেলায় জঙ্গিরা হামলা চালায় দুই পরিযায়ী শ্রমিকের ওপর। একজন গুরুতর জখম হয়ে মারা যান এবং দ্বিতীয় জনের চিকিৎসা চলছে হাসপাতালে। জঙ্গি কার্যকলাপ আটকাতে উপত্যকায় সেনাবাহিনীকে যথেষ্ট স্বাধীনতা দিয়ে রেখেছে মোদী সরকার, যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় জঙ্গিদের বিরুদ্ধে। এরই মধ্যে জম্মু-কাশ্মীরে টার্গেট কিলিং সন্ত্রাসীদের নতুন কৌশল হয়েছে নাশকতা ছড়ানোর।

'ইউরোপের সমস্যাই বিশ্বের একমাত্র সমস্যা নয়', সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন জয়শঙ্করের 'ইউরোপের সমস্যাই বিশ্বের একমাত্র সমস্যা নয়', সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন জয়শঙ্করের

শুক্রবার জম্মু ও কাশ্মীরে নিযুক্ত সরকারি কর্মীরা কাশ্মীর থেকে তাদের নিজ জেলায় বদলির দাবিতে বিক্ষোভ শুরু করে। এটা তাঁদের দ্বিতীয় দিনের বিক্ষোভ। কাশ্মীরে জঙ্গিদের টার্গেট কিলিং হওয়ার আতঙ্কে তাঁরা বদলির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার, '‌জম্মু-ভিত্তিক সংরক্ষিত বিভাগ কর্মচারী সমিতি'‌র ব্যানারে, বিক্ষোভকারীরা প্রেসক্লাব থেকে আম্বেদকর চক পর্যন্ত একটি মিছিল বের করেন। বদলির দাবি আদায়ে আন্দোলনরত কর্মচারীরা শুক্রবার নগরীর প্রাণকেন্দ্রে পানামা চকে অবস্থান কর্মসূচি পালন করেন।

More AMIT SHAH News  

Read more about:
English summary
Home Minister Amit Shah is holding a meeting in Delhi on target killing in Jammu and Kashmir