মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়
করোনাকে মাথায় রেখে মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। অফলাইনেই হয় পরীক্ষা। চলতি বছর ২ রা এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়। পরীক্ষা শুরু হলেও একাধিক বার তারিখ পরিবর্তন হয়। উপ নির্বাচন-জয়েন্টের কারণে দিন পরিবর্তন করা হয়। আর তা হয়ে পরীক্ষা শেষ হয় ২৭ এপ্রিল। ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিকে বসেন। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এবার উচ্চ মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। প্রায় ৭১ হাজার ছাত্রী বেশী।
কীভাবে ফল জানবেন-
জানা যাচ্ছে, আগামী ১০ তারিখ অর্থাৎ শুক্রবার ফল প্রকাশ করা হবে। ১১ টায় সাংবাদিক বৈঠক করে সংসদের তরফে এই ঘোষণা করা হবে বলে খবর। একাধিক ওয়েবসাইটে ফলাফল জানার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এসএমএস করেও ফল প্রকাশ করা হবে বলে খবর। তবে যে ওয়েবসাইটগুলিতে ফলাফল যাবে সেগুলি হল- wbresults.nic.ইন, indiaresults.com সহ একাধিক আরও বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে। এবার মেধা তালিকা পরীক্ষার্থীরা জানতে পারবেন বলে জানা যাচ্ছে।
বিশেষ নজর রয়েছে-
গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায়নি। করোনার বাড়বাড়ন্তের জন্যে পরীক্ষা নেওয়া হয়নি। বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হয়েছিল। কিন্তু এই নম্বর দেওয়া ঘিরে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। পরীক্ষা না নিয়েই ফেল করানো হয়েছে! আর এই দাবিতেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। যদিও শেষমেশ সবাইকেই পাশ করানো হয়। এবার সবদিক থেকেই নজর রাখা হচ্ছে উচ্চ মাধ্যমিক সংসদের তরফে।
হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হয় -
তবে এবার করোনার কথা মাথায় পরীক্ষার্থীরা হোম সেন্টারেই পরীক্ষা দেয়। যদিও সংসদের তরফে নজিরবিহীন কড়া ব্যবস্থা রাখা হয়েছিল। ছিলেন অবসার্ভার সহ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতিনিধিরাও। টোকাটুকি সহ বিভিন্ন ক্ষেত্রে কড়া নজরদারি চালানো হয়।